জরুরি অবস্থা তুলে নিয়েছে মিশর

জরুরি অবস্থা তুলে নিয়েছে মিশর

mkiজরুরি অবস্থা ও কার্ফিউ তুলে নিয়েছে মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তিকালীন সরকার। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

আদালতের একটি নির্দেশের পর দেশটির সরকারের তরফে এমন ঘোষণা এল। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটায় এই নির্দেশ তুলে নেয়া হয়।

দেশটির প্রধানমন্ত্রী হাজেম এল-বেবলাওয়ির একজন উপদেষ্টা বিবিসিকে এ খবর নিশ্চিত করেছে।

এর আগে ১৪ আগস্ট মিশরের অন্তর্বর্তীকালীন সরকার জরুরি অব্স্থা ও রাত্রিকালীন কার্ফিউ জারি করে। সেসময় দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করার পর এ ঘোষণা জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

অবশ্য পরের মাসে ১২ সেপ্টেম্বর জরুরি অবস্থা আরো দুমাস বৃদ্ধি করা হয়।

আন্তর্জাতিক