1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ৫৮ Time View

hasinaপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, “হরতালে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে এসব দেখে আমার খুব কষ্ট হয়। প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি মানুষের শান্তি চাই।”

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াতের ক্যাডাররা গাড়িতে আগুন দিয়ে গায়ে পেট্রোল দিয়ে মানুষ খুন করছে। তারা দেশের মানুষকে শান্তিকে থাকতে দেবে না। এটা সহ্য হয় না।”

শেখ হাসিনা বলেন, “আমরা সুন্দরভাবে উন্নত দেশ গড়ে তুলতে চাই। জনগণের উন্নয়ন চাই। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। জনগণ চাইলে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে আর না চাইলে না বানাবে।”

প্রধানমন্ত্রী বলেন, “ধর্মের সঙ্গে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ করে তারা ধর্মের শত্রু। জঙ্গিবাদ মানে ইসলাম নয়।”

তিনি অভিযোগ করেন, “একটি গোষ্ঠি ইসলাম ধর্মকে ব্যবহার করে ইসলামকে জঙ্গিবাদের ধর্মে নিয়ে যাচ্ছে।”

আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামের ব্যাপক প্রচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমি প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার কাজকর্ম শুরু করি। এরপরেও যারা বলে আমরা নাকি ইসলামের শত্রু, আমার বাপ-দাদারা ইসলামের নয়, তখন খুব কষ্ট পাই। আমি আমার বাপ-দাদার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারবো। তাদের মধ্যে কেউ অন্য ধর্মের নয়।”

অনুষ্ঠানে উপস্থিত ইমামদের উদ্দেশে তিনি বলেন, “মসজিদের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু পবিত্র এ স্থানটিতে যাতে আর আগুন না দেয়া হয়, যাতে আর কোনো বোমা না ফুটে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ