আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজকে ডাক্তাররা কাজে ফেরার অনুমতি দিয়েছেন। গত মাসে মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য তার সার্জারি করা হয়।
সরকারের মুখপাত্র আলফ্রেড স্কসিমারো জানান, রোববারের পরীক্ষায় প্রেসিডেন্টের অবস্থা যথেষ্ট সন্তোষজনক। সোমবার থেকে তিনি পুনরায় দাপ্তরিক কাজ শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
তবে সরকারি মুখপাত্রের ভাষ্যমতে, সোমবার প্রেসিডেন্টের শারীরিক অবস্থার আবারও পর্যবেক্ষণ করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে তিনি পুনরায় কাজে যোগদানের মত সুস্থ কিনা।
এদিকে তিনি আগামী ৩০ দিন কোন প্রকার ভ্রমন করতে পারবেন না বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। এছাড়া ৯ডিসেম্বর তাকে আরও কিছু শারীরিক পরীক্ষা করতে হবে।
সম্প্রতি আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে ক্রিস্টিনা ফ্রান্দেসের অসুস্থতার জন্য তার জোটকে বেশ লোকসানে্র মুখোমুখি হতে হয়। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারায়।
ক্রিস্টিনা ফার্নান্দেজ ২০০৭ সালে নির্বাচিত হয়ে প্রথম ক্ষমতায় বসেন। ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের সরকার গঠন করে তার দল।