1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ নভেম্বর আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ৬০ Time View

sevennআজ ৭ নভেম্বর, বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ দিন।

৭৫ সালের ১৫ আগস্টের রক্তাক্ত পটপরিবর্তনের পর ৩ নভেম্বর জেলহত্যা। দ্রুত বদলাতে থাকা সেই প্রেক্ষাপটে ইতিহাসের ঘটনাবহুল একটি অধ্যায় এই ৭ নভেম্বর। সিপাহি-জনতার ঐক্যের স্মারক এই দিনটির মধ্যদিয়ে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে চলে আসেন সেনাপ্রধান জিয়াউর রহমান। ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। দিবসের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনটিকে পালন করে ‘সিপাহি-জনতার অভু্যত্থান দিবস’ হিসেবে। বিএনপি’র বিপরীত মেরুতে থাকা বেশ কিছু দল ও সংগঠন নভেম্বরের ৭ তারিখকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে।

১৯৭৬ সাল থেকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে জাতীয়ভাবে পালন শুরু হয়, সরকারি ছুটি থাকতো এই দিনে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ জাতীয় দিবস ও ছুটি-দুটোই বাতিল করে। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি আবার জাতীয়ভাবে ৭ নভেম্বর পালন শুরু করে, ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আবার সেই ছুটি বাতিল করে।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন তাঁর বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।”

তিনি আরো বলেন, “আধিপত্যবাদী শক্তি ও তাদের এ দেশীয় অনুচররা উদ্দেশ্য সাধনের পথে কাঁটা মনে করে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে। জিয়া শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ। বর্তমানে আবারও আধিপত্যবাদী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় শিখণ্ডী বসিয়ে একের পর এক গোপন চুক্তি সম্পাদন করে গোটা দেশকে গ্রাস করতে চাচ্ছে। তাই আমি মনে করি, ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতনে্ত্রর অন্যতম শর্ত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং আধিপত্যবাদী আগ্রাসন প্রতিরোধ করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।”

ঐতিহাসিক এ দিনটি উপলক্ষে সকাল ৬টায় বিএনপির কার্যক্রম শুরু হবে। ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন। সমাবেশ বেলা ২টায়, সোহরাওয়ার্দী উদ্যানে।

৭ নভেম্বরকে সামনে রেখে জাসদেরও রয়েছে নানা কর্মসূচি। ৭ নভেম্বর উপলক্ষে জাসদ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৩টায় আলোচনা সভা করবে। তাহের মিলনায়তনে অনুষ্ঠেয় এই আলোচনায় উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, শিরিন আখতার, কর্নেল (অব.) তাহেরের স্ত্রী লুৎফা তাহেরসহ জাসদের কেন্দ্রীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ