আগামী শনিবার মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান। বিতর্কিত ভোটার তালিকা নিয়ে তিন প্রেসিডেন্ট প্রার্থীর সাথে মধ্যস্থতায় আসার পর এ ঘোষণা দেন তিনি।
এর আগে দুই বার নির্বাচনের উদ্যোগ নেয়া হলেও একটিও সফল হয়নি। ৭ সেপ্টেম্বর থেকেই ঝুলে রয়েছে দেশটির নির্বাচনী ভাগ্য।
তবে শনিবার আয়োজিত নির্বাচনটি প্রথম দফা নির্বাচন হিসেবে পরিগণিত হবে। কারণ ভোটার তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করায় মালদ্বীপের উচ্চ আদালত আগের প্রথম দফা নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করেছিল।
প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান বুধবার সাংবাদিকদের জানান, তিনি সময়মত নির্বাচন আয়োজনের গুরুত্ব ব্যাখ্যা করেন প্রার্থীদের কাছে। তারপরই প্রার্থীরা ভোটার তালিকা অনুমোদনে রাজি হলে তাদের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন হয়