1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

সৌদি আরবে হাজার হাজার অবৈধ শ্রমিক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০১৩
  • ৮৬ Time View

sarabiaঅবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হাজার হাজার শ্রমিক আটক করেছে সৌদি আরব। রোববার দেশটির সরকারের তরফ থেকে এসব বিদেশি শ্রমিকদের কাগজপত্র বৈধকরণের সময়সীমা শেষ হয়ে গেলে সোমবার তারা গণহারে ধরপাকড়ের শিকার হন।

সৌদি আরবের জেদ্দা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সোমবার কেবল জেদ্দা থেকেই ৩ হাজার ৯১৮ অবৈধ শ্রমিককে আটক করা হয়। মদিনা থেকে আটক করা হয়েছে ৩০০ জনকে।

আটকদের মধ্যে বেশিরভাগই এশীয়। এর মধ্যে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের অনেক শ্রমিক রয়েছে বলে জানা গেছে।

তবে এই শ্রমিকরা অবৈধ হলেও তাদেরকে গণহারে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর।

শিল্প বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিক সঙ্কটের কারণে দেশের পাঁচটি বেকারির মধ্যে একটি বন্ধ হয়ে যাবে। আরব নিউজ জানিয়েছে, এতে করে দেশটির খাবারের মূল্যও বেড়ে গেছে।

এদিকে, সৌদি সরকারের এই অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার শ্রমিকরা। জেদ্দার প্রিন্স মাজেদ রোডে গত রোববার থেকে শুরু হওয়া বিক্ষোভে তিন হাজারের বেশি শ্রমিক যোগ দিয়েছেন। এদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি।

সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরব শ্রমিকদের জন্য দেয়া বিশেষ ক্ষমা ঘোষণা করে। যেটির সাত মাসের সময়সীমা পার হয়ে যা। এরপরও তাদের প্রশাসন অবৈধ শ্রমিকদের কাগজপত্র বৈধকরণে আরো তিন মাসের সময় বেঁধে দেয় যা গত ৩ জুলাই শেষ হয়ে যায়। পরে তা ৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

তবে তৃতীয় বারের মত সময় বাড়াতে আর রাজি হয়নি দেশটির কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ