রায়ে গণজাগরণের আনন্দ মিছিল

রায়ে গণজাগরণের আনন্দ মিছিল

moncoমুক্তিযুদ্ধকালীন সময়ে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শাহবাগ গণজাগরণ মঞ্চ।

রোববার দুপুর পৌনে ১টার দিকে রায় ঘোষণার পরপরই শাহবাগ প্রজন্ম চত্বর থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল থেকে রাজাকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডাদেশপ্রাপ্তদের রায় অবিলম্বে কার্যকরেরও দাবি জানানো হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে দুই ‘বদর নেতা’ আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দীনের বিরুদ্ধে ১১টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বাংলাদেশ