1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

মল্লিকা শেরাওয়াতের এ কেমন ফ্যান!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০১৩
  • ১০৯ Time View

Mallika-Sherawatবলিউডের ‘মার্ডার’ কন্যা খ্যাত মল্লিকা শেরাওয়াত সবসময় তার শরীরী আবেদনকে পুঁজি হিসেবে রাখেন। আর সুযোগটা হলিউড-বলিউড-এর পরিচালকরা কাজে লাগান। এককথায় বলা যায়, বলিউডে চমকদার খবর বানাতে সব সময়ই তৈরি মল্লিকা শেরাওয়াত। কান চলচ্চিত্র উৎসবে পাইথনকে গলায় জড়িয়ে নিয়ে রেড কার্পেটে হাঁটা চলা বা নরেন্দ্র মোদিকে নেচে নেচে বার্থডে উইশ সবই হয় মল্লিকাকে দিয়ে।

মল্লিকা যেমন নায়িকা তেমনি তাঁর ফ্যান। মল্লিকা মানেই অদ্ভুত কিছু৷ সম্প্রতি একটি ছাগলকে কোলে নিয়ে একটি অনুষ্ঠানে টুক করে হাজির হয়ে পড়লেন মল্লিকা৷ বিষয়টি নিয়ে সবার মগজে ঢোকার আগেই মল্লিকা জানিয়ে দিলেন, এ আর কিছু নয়, ফ্যানদের ভালবাসা৷

এ কেমন ভালবাসা? ‘মার্ডার’ কন্যা খ্যাত মল্লিকা জানিয়েছেন, ভারতের গ্রামে গ্রামে তাঁর রয়েছে প্রচুর ফ্যান৷ তাঁরাই নাকি মাঝে মধ্যে ডাকযোগে পাঠাতে থাকেন ঘি, মিষ্টি, লেদার বেল্ট ইত্যাদি ইত্যাদি৷ তবে ছাগলটি ডাকযোগে নয়, একজন ফ্যান নিজে বাড়িতে এসে মল্লিকাকে দিয়ে গিয়েছেন৷ মল্লিকা ছাগলটিকে চুম্বন দিয়ে জানান দেন, ছাগলটি খুব মিষ্টি৷ এখন থেকে ও আমার সঙ্গেই থাকবে৷ শুধু কি তাই, পুরুষদের নিন্দে করে মল্লিকা জানান, ছাগল পুরুষ থেকে আসল ছাগল নাকি বেশি বুদ্ধিমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ