ডলারের বিপরীতে ভারতীয় রুপির অস্বাভাবিক দরপতন অব্যাহত রয়েছে। গত কয়েক দিনে রুপির দরপতনে একের পর এক নতুন রেকর্ড হয়েছে। কিন্তু, আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে সর্বশেষ দরপতনের ঘটনা। আরও নেমে গিয়েছে রুপির দাম। আজ বাজার খোলার পর ডলারের বিপরীতে রুপির দাম দাঁড়িয়েছে ৬৮ রুপি ৮২ পয়সায়। গত ১৮ বছরের ইতিহাসে এত বড় পতন এই প্রথম। গতকাল রুপির দাম ১৯৪ পয়সা কমে ডলারের দাম দাঁড়িয়েছিল ৬৬ রুপি ২৪ পয়সায়। কিন্তু আজ তা একলাফে আরও ২৪৮ পয়সা কমেছে। ভারতের অর্থনীতির সঙ্কটকেই প্রকট করে তুলেছে রুপির এই দ্রুত পতন।