ঈদকে সামনে রেখে এবারের রমজানে ঢাকায় এসেছেন পর্ণোস্টার বলিউড অভিনেত্রী সানি লিওন। কি আতকেঁ উঠলেন? আরে নাহ; সানি লিওন স্বশরীরে আসছেন না। সানি নামের পোশাকে ছেয়ে গেছে ঢাকা শহরের ঈদের মার্কেট।সানি লিওন ডিজাইনে ঘাগড়া, থ্রি-পিচ, মিনি স্কার্ট রয়েছে ক্রেতাদের প্রথম পছন্দে। নতুন মডেলের এই পোশাকের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের আগ্রহ মিলছে। আবার অনেকে বাবা মায়ের কাছে বায়না ধরছে এবারের ঈদে সানি লিওন তার চাইই-চাই।