1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স

সাঙ্গাকারার ব্যাটিংয়ে রানের ব্যবধানে লঙ্কানদের বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুলাই, ২০১৩
  • ৮৯ Time View

sagarkaraকুমার সাঙ্গাকারার ব্যাটিংয়ের সাফল্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের ব্যবধানে লঙ্কানদের এটাই সবচেয়ে বড় জয়। ১৩৭ বলে ১৬৯ রান, ১৮টি চার, ছক্কা ৬টি। সাবেক অধিনায়কের ব্যাটিংয়ের প্রতিপক্ষকে পিষ্ট করে শনিবারের প্রথম ওয়ানডেতে সহজেই ১৮০ রানে জিতেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে একই ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের ৫ উইকেটে ৩২০ রানের বিশাল সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ওয়ানডেতে ষোড়শ শতকের দেখা পাওয়া সাঙ্গাকারা। চতুর্থ ওভারে মাঠে নেমে ৪৯তম ওভারে আউট হওয়া এই বাঁহাতি শুরুতে ধীরে-সুস্থে খেললেও সময়ের সঙ্গে-সঙ্গে চড়াও হন বোলারদের ওপরে।

তাই তার শেষ ১০৩ রান আসে মাত্র ৪৬ বল থেকে। ঘরের মাঠে এটাই কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস।

অসাধারণ ইনিংসটার সুবাদে মিসবাহ-উল-হকের (৬৯২) পর এ বছর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাঙ্গাকারা। ৭৫.৫৫ গড়ে তার রান ৬৮০।

উপুল থারাঙ্গার (৪৩) সঙ্গে ৭০, মাহেলা জয়াবর্ধনের (৪২) সঙ্গে ৭৪ ও লাহিরু থিরিমান্নের (১৭) সঙ্গে ১২৩ রানের তিনটি ভালো জুটিও দলকে উপহার দেন সাঙ্গাকারা।

জবাবে লাসিথ মালিঙ্গার করা প্রথম বলেই কলিন ইনগ্রামের বোল্ড দিয়ে দক্ষিণ আফ্রিকানদের বিপর্যয়ের শুরু। এরপর থিসারা পেরেরা ও রঙ্গনা হেরাথ উইকেট নেয়ার প্রতিযোগিতায় মেতে উঠলে মাত্র ১৪০ রানেই অলআউট হয়ে যায় অতিথিরা। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গো তাই অভিষেকে বিশাল হারের বেদনায় নীল!

তিনটি করে উইকেট নেন হেরাথ ও পেরেরা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা:
৫০ ওভারে ৩২০/৫ (থারাঙ্গা ৪৩, দিলশান ১০, সাঙ্গাকারা ১৬৯, জয়াবর্ধনে ৪২, থিরিমান্নে ১৭, পেরেরা ১৬*, চান্দিমাল ১*; মরকেল ২/৩৪, ফাঙ্গিসো ১/৫০, ম্যাকলারেন ১/৬৯, মরিস ১/৮০)

দক্ষিণ আফ্রিকা:
৩১.৫ ওভারে ১৪০ (ইনগ্রাম ০, আলভিরো ২৯, ডুমিনি ১৫, ডি ভিলিয়ার্স ২৩, দু প্লেসি ৪, মিলার ১৪, পিটারসন ২৯, ম্যাকলারেন ৪, মরিস ৯*, মরকেল ০, ফাঙ্গিসো ০; হেরাথ ৩/২৫, পেরেরা ৩/৩১, দিলশান ২/১১, মালিঙ্গা ১/২১, এরাঙ্গা ১/২৭)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ