1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

আমেরিকা-ইসরাইলের হুমকির মুখেও ইউনেস্কোর সদস্য নির্বাচিত ফিলিস্তিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১
  • ২২৯ Time View

আমেরিকা ও ইসরাইলের চরম বিরোধিতা ও হুমকি সত্ত্বেও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) সদস্যপদ লাভ করেছে ফিলিস্তিন। সোমবার প্যারিসে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক নির্বাচনে ১৭৩ সদস্যদেশের মধ্যে ১০৭টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ১৪টি দেশ। ভোট দেয়া থেকে বিরত থাকে ৪০টি দেশ।

সোমবারের এ নির্বাচনের আগে আমেরিকা হুমকি দিয়ে বলে, সংস্থার সদস্যদেশগুলো যদি ফিলিস্তিনকে অর্ন্তভুক্ত করার পক্ষে ভোট দেয় তবে সংস্থাটিকে অর্থ দেয়া বন্ধ করে দেয়া হবে। উল্লেখ্য, ইউনেস্কোর মোট বাজেটের ২২ শতাংশ দেয় আমেরিকা।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের পূর্ণ সদস্যপদ চেয়ে আবেদন করার একমাস পর এমন উদ্যোগ নিলো ইউনেস্কো। এদিকে আসছে নভেম্বর মাসে ফিলিস্তিনের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। পরিষদের স্থায়ী সদস্যদেশ আমেরিকা আগেই জানিয়ে রেখেছে যে, নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভেটো দেবে তারা।

নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটো ক্ষমতা থাকলেও ইউনেস্কোতে এ ধরণের কোনো ক্ষমতা নেই দেশটির। কাজেই ইউনেস্কোর সদস্যপদ পেতে ফিলিস্তিনকে আটকাতে পারলো না আমেরিকা। ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ পাওয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভে নিজেদের প্রচেষ্টার পথে এক ধাপ এগিয়ে যাওয়া হিসেবে দেখছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ