1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিমিকে প্রকাশ্যে মঞ্চে হেনস্তা, গ্রেপ্তার সেই যুবক নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো : প্রেসসচিব আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর দেশ কোনদিকে যাবে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক রহমান যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা বিশ্ববাজারে বাড়লো সোনা-তেলের দাম, শেয়ারবাজারে ধস সংঘাতে সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের

সপ্তাহজুড়ে লেনদেন কমেছে এক হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১২
  • ১১৫ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবস লেনদেন হয়। এ ৪ কার্যদিবসে লেনদেন কমেছে এক হাজার ৯১ কোটি ৫২লাখ ১৪ হাজার ১০ টাকা।

অস্বাভাবিক দরপতনের কারণে গত মঙ্গলবার পুঁজিবাজার বন্ধ রাখা হয়।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, গত সপ্তাহে ডিএসই’তে মোট লেনদেন হয়েছে এক হাজার ২০৩ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার ৯৯৬ টাকার শেয়ার। অন্যদিকে এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল মোট ২ হাজার ২৯৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৯ টাকার শেয়ার। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৪৭ দশমিক ৫৬ শতাংশ বা এক হাজার ৯১ কোটি ৫২লাখ ১৪ হাজার ১০ টাকা।

৪ কার্যদিবসে দৈনিক লেনদেনের গড় দাঁড়ায় ৩০০ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার ৭৪৯ টাকা। যেখানে এর আগের সপ্তাহে ছিল ৪৫৯ কোটি ১ লাখ ৫০ হাজার ৬০২ টাকা।

একই সঙ্গে গত সপ্তাহে ডিএসই’র সাধারণ সূচকও কমেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই’র সাধারণ সূচক ছিল ৫ হাজার ১১৪ দশমিক ৫০ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার ডিএসই’র সাধারণ সূচক কমে দাঁড়ায় ৪ হাজার ৯৪৬ দশমিক ৪৯ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে সূচক কমেছে ১৬৭ দশমিক ৯৯ পয়েন্ট। সপ্তাহের সর্বনিম্ন সূচক ছিল চতুর্থ কার্যদিবস বুধবার ৪ হাজার ৬৯৫ পয়েন্ট।

এছাড়া গত সপ্তাহে ডিএসই’র তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তালিকাভুক্ত ২৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৯টির, কমেছে ২৪৫টির, অপরিবর্তিত ছিল ৩টির দাম। লেনদেন হয়নি ৫টি কোম্পানির শেয়ার। এর আগের সপ্তাহে দাম বেড়েছিল ১৯টি, কমেছিল ২৪৭টি, অপরিবর্তিত ছিল ৪টির। লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহ শেষে দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হল, ফার্স্ট স্কিম রিলায়েন্স ইন্সুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ, পূরবী জেনারেল ইন্সুরেন্স, সাউথ ইস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, মিথুন নিটিং, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড, স্টাইল ক্রাফট, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পূবালী ব্যাংক।

সপ্তাহের ৪ কার্যদিবসে ৭ দশমিক ১৪ শতাংশ দাম বেড়ে শীর্ষে অবস্থান করছে ইন্সুরেন্স মিউচ্যুয়াল ফান্ড। দাম বাড়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ৬ দশমিক ৮১ শতাংশ দাম বৃদ্ধি পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হল, সায়হাম টেক্সটাইল, আরএন স্পিনিং মিলস লি., সলভো কেমিক্যাল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পাওয়ার গ্রিড, অ্যাটলাস বাংলাদেশ, ফার্স্ট বিএসআরএস, পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড,  কোহিনূর কেমিক্যাল এবং চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।

১০ কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৩৭ দশমিক ৪৬ শতাংশ দাম হারিয়েছে সায়হাম টেক্সটাইল এবং আরএন স্পিনিং ১০ দশমিক ৬৭ শতাংশ দাম হারিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ