1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব কেউ কেউ জুলাইয়ের স্পিরিটকে বিক্রি করে দিচ্ছে : শিবির সভাপতি ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া প্রার্থনা ফাঁকা আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

মোটরসাইকেলে তরিকুলের পিকেটিং, ছবি তোলায় ফটোসাংবাদিককে গালি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২
  • ১৯৩ Time View

যশোরে মোটরসাইকেল চেপে হরতালে শহর দাবড়ে বেরিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। তবে তার ছবি তুলতে গিয়ে বিপদে পড়েছেন ফটো সাংবাদিকরা।

হরতাল চলাকালে মঙ্গলবার দুপুরে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় এক ফটো সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েন তরিকুল। কিন্তু এ জন্য তাকে হজম করতে হয় তরিকুলে হুমকি-ধমকি ও গালিগালাজ। এমনকি তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চলে।

তবে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে রক্ষা পান ফটো সাংবাদিক রতন সরকার।

তিনি যশোর থেকে প্রকাশিত ‘সমাজের কথা’ ও জাতীয় দৈনিক ‘সকালের খবর’র ফটো সাংবাদিক।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে রতন সরকার বাংলানিউজকে বলেন, “হরতাল চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম মোটরসাইকেলে চড়ে হরতাল তদারকি করছিলেন। শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় মোটরসাইকেলে তরিকুল ইসলামকে দেখে তাকে ক্যামেরা বন্দি করি। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।”

রতনের ভাষ্যে, এ সময় তরিকুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করে, হুমকি-ধামকি দিয়ে তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন।

এদিকে, হরতাল চলাকালে সাংবাদিক রতন সরকারকে গালিগালাজ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

এক বিবৃতিতে সংগঠনের নেতারা প্রতিবাদ জানিয়ে বলেন, “সব রাজনৈতিক দলের কাছে গণতান্ত্রিক আচরণ কাম্য। গণমাধ্যম কর্মীদের কাজে বাধাদান কখনই গ্রহণযোগ্য হতে পারে না।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ