1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ক্যুমোকে ভোট দিতে বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View

নিউইয়র্কের মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোকে ভোট দিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিবাচনের আগের রাতে তার সবচেয়ে জোরালো বার্তায় নিউইয়র্কবাসীদের এ কথা বলেন ট্রাম্প। খবর সিএনএনের।

সোমবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু ক্যুমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই।
আপনাকে তাকে ভোট দিতেই হবে এবং আশা করতে হবে সে চমৎকারভাবে কাজ করবে।’

তিনি আরো যোগ করেন, ক্যুমো ‘সেটা করতে সক্ষম,’ কিন্তু ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি ‘নন!’

ক্যুমোকে দেওয়া ট্রাম্পের এই সমর্থন ডেমোক্র্যাটিক ভোটারদের মধ্যে যেমন ক্ষতি করতে পারে, তেমনি রিপাবলিকান ভোটারদের কাছে কিছুটা সুবিধা এনে দিতে পারে, বিশেষ করে গভীরভাবে ডেমোক্র্যাটিক-প্রভাবিত নিউইয়র্ক সিটিতে।

মামদানি জুন মাসের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ক্যুমোকে চমকে দিয়েছিলেন, তিনি বারবার ট্রাম্পের সঙ্গে ক্যুমোর সম্পর্ক দেখিয়ে ভোটারদের সতর্ক করেছেন এবং দাবি করেছেন যে তিনি নিউইয়র্ক ও ওয়াশিংটনের ক্ষমতাধর স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবেন।

ট্রাম্প দীর্ঘদিন ধরে ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী মামদানির সমালোচনা করে আসছেন এবং তাকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়েছেন।
সোমবার তিনি আবারও সতর্ক করে বলেন, ‘যদি মামদানি জয়ী হন, তবে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল আইনে যা ন্যূনতমভাবে প্রয়োজন, তার বেশি দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ