1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৯ Time View

ইউরোপা লিগে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে আসন্ন ম্যাচে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের কোনো সমর্থকই ইংল্যান্ডের স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবে না। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইংল্যান্ডের বার্মিংহামে ভিলা পার্কে আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা উদ্বেগ এবং সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাস্টন ভিলা ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘মাকাবি তেল আবিব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক মুখপাত্র বলেন, “সম্প্রতি প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও অতীতের ঘটনার বিশ্লেষণে এই ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। গত বছরের নভেম্বরে আমস্টারডামে আয়াক্স ও মাকাবি তেল আবিবের ম্যাচে সহিংসতার ঘটনা ঘটেছিল।
এই সিদ্ধান্ত জননিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত।”

তবে সিদ্ধান্তটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার বলেছেন, ‘এটি ভুল সিদ্ধান্ত। পুলিশের ভূমিকা হওয়া উচিত, যেন সব ফুটবল সমর্থক নিরাপদে খেলা উপভোগ করতে পারেন।

কনজারভেটিভ দলের নেতা কেমি বাডেনক একে বলেছেন ‘জাতীয় লজ্জা।’

অন্যদিকে এমপি নাইজেল হাডলস্টন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমরা কি সত্যিই এমন এক ব্রিটেনে বাস করছি যেখানে ইহুদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায় না? এই সিদ্ধান্ত ঘৃণা ও বিভেদের কাছে আত্মসমর্পণ।’

উল্লেখ্য, গত বছর অ্যাস্টন ভিলার বিপক্ষে লেগিয়া ওয়ারশ’র ম্যাচের আগেও সহিংসতা ছড়িয়েছিল, যেখানে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।

উয়েফা জানিয়েছে, তারা চায় সব দল ও সমর্থক যেন ‘নিরাপদ ও স্বাগতপূর্ণ পরিবেশে’ ম্যাচ উপভোগ করতে পারে।

তবে সংস্থাটি বলেছে, স্থানীয় নিরাপত্তা সিদ্ধান্তের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরই বর্তায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ