অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বড় হারের পর দ্রুত ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে এবার ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোরা।
শনিবার (৪ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ভিনিসিয়ুস করেন জোড়া গোল, আর একটি গোল আসে এমবাপ্পের পা থেকে।
এর আগে অ্যাতলেতিকোর বিপক্ষে ৫-২ গোলের হারে শেষ হয়েছিল রিয়ালের অপরাজেয় ধারা।
তবে এরপর চ্যাম্পিয়ন্স লিগে কাইরাতকে ৫-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পায় জাভি আলোনসোর দল। সেই ছন্দ ধরে রেখেই সহজ জয় তুলে নিল তারা ভিয়ারিয়ালের বিপক্ষে।
পুরো ম্যাচেই প্রাধান্য ছিল রিয়ালের। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে তারা নিয়েছিল ২৬টি শট, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে।
তবে প্রথমার্ধে গোলশূন্য থাকে দুই দলই।
২২তম মিনিটে এমবাপ্পের পাসে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাস্তানতুয়োনোর নেয়া শট ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক রেনাতো ভেইগা। ৪১ মিনিটে সুযোগ পেয়েছিল অতিথিরাও, কিন্তু থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভে বেঁচে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় স্বাগতিকরা।
৪৭ মিনিটে এমবাপ্পের দারুণ ফ্লিক পাস থেকে ডি-বক্সে ঢুকে ভিনিসিয়ুসের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় রিয়াল।
৬৯ মিনিটে রাফা ম্যারিনের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা।
৭৩ মিনিটে জর্জি মিকাউতাদজের অসাধারণ শটে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। তবে তিন মিনিট পরই সান্তিয়াগো মরেনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পড়ে অতিথিরা।
লাল কার্ডের সুবিধা কাজে লাগিয়ে ৮১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করে কফিনের শেষ পেরেক ঠুকেন এমবাপ্পে।
এটি লিগে তার নবম গোল। তবে গোলের কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি তারকা।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের চূড়ায়। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।