ইউরোপিয়ান সুপার লিগ আবারও আলোচনায়। উয়েফাকে দেওয়া নতুন প্রস্তাব ঘিরে তোলপাড় ইউরোপিয়ান ফুটবল অঙ্গন। এমন সময় স্প্যানিশ সংবাদমাধ্যমে আলোচনায় এসেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস কথা বলেছেন বার্সেলোনার সুপার লিগ থেকে সরে আসার পরিকল্পনা, উয়েফার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, লামিন ইয়ামালের ইনজুরি এবং ক্যাম্প ন্যুতে ফেরার সময়সূচি নিয়ে।
তেবাস বলেন, বার্সেলোনা চেয়েছিল আগামী অক্টোবরেই ক্যাম্প ন্যুতে ফিরতে। কিন্তু প্রকল্পের অগ্রগতি ধীরগতিতে হওয়ায় ফের বিলম্ব ঘটছে।
তেবাস আরো বলেন, ‘আমি লাপোর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। যতটা জানি, পড়েই জেনেছি।
কখনো এক তারিখ, কখনো আরেকটা বলা হচ্ছে। আমারও ইচ্ছে ছিল তারা আগেই নিজেদের মাঠে ফিরুক। কিন্তু যদি একটু অপেক্ষায় বিশ্বমানের স্টেডিয়াম পাওয়া যায়, তাহলে তা সার্থক অপেক্ষা হবে।’
তেবাসের মতে, ‘স্টেডিয়াম সংস্কার আর অবকাঠামো উন্নয়ন সবসময়ই ইতিবাচক উদ্যোগ।
এসব নিয়ে অভিযোগ না করে সময় দিলে ফলটা আরো ভালো হয়।’
বার্সেলোনা ধীরে ধীরে ইউরোপিয়ান সুপার লিগ থেকে দূরে সরে যাচ্ছে—এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক সময়ে। এ নিয়ে আশাবাদী তেবাসও।
‘আমি আশা করি তাই হবে। আমার ধারণা প্রেসিডেন্ট লাপোর্তা নিজেও প্রকল্প নিয়ে কিছুটা আস্থা হারানোর কথা বলেছেন,’ বলেন তেবাস।
তিনি আরো বলেন, ‘বার্সেলোনা যদি সুপার লিগ থেকে বের হয়ে উয়েফার ইউরোপীয় প্রকল্পগুলোয় আরও সম্পৃক্ত হয়, তাহলে তা পুরো ইউরোপীয় ফুটবলের জন্যই ইতিবাচক।’
এদিকে তরুণ বার্সা তারকা লামিন ইয়ামাল সম্প্রতি আবারও চোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এবার তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে পারেন তিনি।
এদিকে, বার্সা কোচ হানসি ফ্লিক ও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মধ্যে এই ইনজুরি নিয়ে মতবিরোধও দেখা দিয়েছে।
তবে তেবাস শান্ত সুরেই বললেন, ‘আমি বিষয়টি খুব বেশি খেয়াল করিনি। কোচদের বক্তব্য দেখেছি, কিন্তু এর বেশি কিছু না। ফুটবলে এমন ঘটনা নতুন নয়। আন্তর্জাতিক ম্যাচ, জাতীয় দল আর ক্লাবের মধ্যে এমন সিনেমা আগেও দেখেছি।’