1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

অর্ধেক বয়সের ছেলেরা আমাকে প্রেমের প্রস্তাব দেয় : আমিশা পাটেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View

অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি ‘কাহো না প্যায়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী আমিশা পাটেল। একটা সময় বিয়েতে রাজি থাকলেও বিয়ের জন্য অভিনয় ছেড়ে দিতে বলায় সেসময় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এরপর বহু প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন এবং বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা পাটেল জানান, তিনি এখনো বিয়ের প্রস্তাব পান, এমনকি তার বয়সের অর্ধেকেরও কম বয়সী পুরুষদের কাছ থেকে।

রণবীর এলাহাবাদিয়ার ইউটিউব চ্যানেলে একটি পডকাস্টে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন এবং অবিবাহিত থাকার কারণ সম্পর্কে খোলামেলা কথা বলেছেন ৫০ বছর বয়সী আমিশা পাটেল। জানিয়েছেন, তিনি স্কুলে ছেলেদের পিছনে ছুটে বেড়াতেন।

আমিশা বলেন, ‘যারা তোমাকে ভালোবাসে, তারা তোমার ক্যারিয়ারে উন্নতি করতে দেবে। আমি আমার ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি এবং প্রেমের জন্যও অনেক কিছু হারিয়েছি।
আমি অন্যটির জন্য উভয় জিনিসই ছেড়ে দিয়েছি এবং মনে হয় আমি উভয় ক্ষেত্রেই শিখেছি। উদাহরণস্বরূপ, আমার একটি সিরিয়াস প্রেম ছিল এবং এটি ছিল আমার সিনেমায় যোগদানের আগে। তিনি দক্ষিণ মুম্বাইয়ের একটি খুব বড় শিল্প পরিবারের ছেলে, আমার মতো। একই ব্যাকগ্রাউন্ড এবং শিক্ষা, এবং পরিবারের পরিবেশও একই ছিল।
সবকিছু ঠিক ছিল, কিন্তু যখন আমি সিনেমায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন আমার পার্টনার চায়নি তার ভালোবাসার মানুষ এভাবে জনসম্মুখে আসুক। আমি সিনেমার ক্যারিয়ারের জন্য ভালোবাসা ছাড়লাম।’

আমিশা জানান, এখনো তিনি বিয়ের ধারণাতে আগ্রহী। অভিনেত্রী বলেছেন, ‘আমি বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, যতক্ষণ না আমি উপযুক্ত কাউকে পাই। ওই যে বলে না ‘ইচ্ছে থাকলেই উপায় হয়।
’ তাই যে ব্যক্তি আমাকে পাবে সে মকে পে চকা মার দেগা। সেই আমার মনের মানুষ হবে। আমি এখনও অনেক ধনী পরিবারের কাছ থেকে নানা ধরণের প্রস্তাব পাই। আমার বয়সের অর্ধেক বয়সী মানুষ আমাকে ডেটে নিয়ে যেতে চায়, এবং আমি এর জন্য উন্মুক্ত কারণ একজন পুরুষকে মানসিকভাবে পরিপক্ক হতে হবে। আমি আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষের সঙ্গে দেখা করেছি যাদের বুদ্ধিমত্তা একটি মাছির মতো।’

৫ বছরের বিরতির পর ২০২৩ সালে সানি দেওলের সঙ্গে ‘গদর ২’ ছবি দিয়ে বড় পর্দায় ফিরেন আমিশা। ছবিটি ব্লকবাস্টার হয় এবং বক্স অফিসে বিশ্বব্যাপী ৬৮৬ কোটি রুপি আয় করে। এরপর গেল বছর তাকে ‘তৌবা তেরা জলওয়া’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পেলেও, আমিশার অভিনয় প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ