1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

ফের আইনি বিপাকে আল্লু অর্জুন, ভাঙা হতে পারে অভিনেতার বাড়ি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

গত বছরও বিতর্কে জড়িয়েছিলেন অল্লু। মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘পুষ্পা ২’। তাঁর ছবির বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার।

গেল বছর থেকে যেন একের পর বিতর্কে জড়াচ্ছেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন।
হায়দরাবাদে জুবিলি হিল্‌স-এ অভিনেতার একটি বহুতলকে ঘিরে সমস্যার সূত্রপাত, যার জেরে আবারও আইনি জটিলতায় আল্লু।

জুবিলি হিল্‌স-এ ‘আল্লু বিজনেস পার্ক’ নামের এই বহুতল ভবনে সপরিবারে আল্লু। বাড়িটি বেআইনি বলে দাবি করে আল্লুকে ও তার পরিবারকে একটি শো-কজ নোটিস দিয়েছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল করপোরেশন (জিএইচএমসি)। বহুতল ভবনটি পরিদর্শনের পরেই অভিনেতা ও তার পরিবারকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এর দাবি, আল্লু অর্জুনের এই বহুতল ভবন নাকি বেআইনিভাবে তৈরি হয়েছে।

প্রথমত, এই জমিতে নাকি ১২২৬ বর্গগজের বহুতল ভবন তৈরির অনুমতি ছিল। ভবনটি যেন পাঁচতলা (জি+ফোর) হয় তাও প্রথমেই বলা হয়েছিল। কিন্তু জিএইচএমসি-র পক্ষ থেকে পরিদর্শন করে দেখা যায়, অনুমোদিত মাপের বাইরে তৈরি হয়েছে সেই বহুতল।
একেবারে ওপরের তলায় আরও একটি তল যুক্ত করা হয়েছে, যা বেআইনি।

কেন পৌরসভার নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে বহুতল ভবন নির্মাণ করা হলো, আল্লুকে সেই প্রশ্ন করা হয়েছে। বেআইনি নির্মাণের যুক্তিসঙ্গত কারণ দর্শাতে বলা হয়েছে তাকে। সদুত্তর না মিললে এই বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সাবধান করা হয়েছে দক্ষিণী তারকাকে।

জানা গেছে, এই বহুতল ভবনটি তৈরি করা হয়েছে ২ বছর আগে।
‘আল্লু বিজনেস পার্ক’-এ অভিনেতার পারিবারিক ব্যবসার কিছু অফিসও রয়েছে।

এখনো পর্যন্ত আল্লু বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ