1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

থাইল্যান্ডে কৌশানীকে বিয়ের প্রস্তাব অঙ্কুশের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘রক্তবীজ-২’-এর প্রথম ঝলক। হাতে আর মাত্র কয়েক দিন। ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’। এবার এই কদিনের মধ্যেই দেশের বহু প্রতীক্ষিত ছবি-সিরিজের তালিকায় প্রথম তিনি উঠে এসেছে এই ছবি।
অন্তত তাই দেখাচ্ছে আইএমডিবি। এই মুহূর্তে সেই তালিকায় প্রথমে রয়েছে শাহরুখপুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। আর তৃতীয় স্থানে রয়েছে ‘রক্তবীজ’।

মঙ্গলবার মুক্তি পেল ছবির রোমান্টিক গান।
এই গানে দেখা গেল অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়ের মিষ্টি রোমান্স। প্রেমে পড়া থেকে শুরু করে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি, বিয়ের প্রস্তাব সবটাই যেন একসঙ্গে ধরা দিল এই ভিডিওতে। গানের নাম ‘দিওয়ানা বানাইসে’। বনি চক্রবর্তী ও অনিন্দ্য বসুর লেখায়, বনি চক্রবর্তীর সুরে তৈরি হয়েছে এই গান।
কণ্ঠ দিয়েছেন রাপূর্ণা ভট্টাচার্য, উশ্রী বন্দ্যোপাধ্যায় ও বনি চক্রবর্তী।

থাইল্যান্ডে শুটিং হয়েছে এই গানের। মেডিক্যালের ছাত্র অঙ্কুশ ও শহুরে ‘আয়েশা’ ওরফে কৌশানীকে অনেকদিন পর রোমান্টিক অবতারে দেখে দারুণ খুশি দর্শক।

প্রসঙ্গত, ‘রক্তবীজ-২’-ছবিতে ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক টানাপোড়েন দেখানো হবে ছবিতে। যখনই ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দিকে যায় তখনই শুরু হয় নতুন চক্রান্ত।
এখানে দেখানো হয়েছে তেমনই। সকলেই জানেন, রক্তবীজ-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি তৈরি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রের আদলে। অনেকেই মনে করছেন, তাঁর জীবনের ছায়া রয়েছে ছবিতে।

শ্বশুরবাড়ি দেখতে ওপার বাংলার নড়াইলের ভদ্রবিলা গ্রামে এসেছিলেন প্রণব। তাঁর স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ছিলেন নড়াইলের মেয়ে। শোনা যায়, হেলিকপ্টারে করে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পৌঁছান তিনি। এরপর গাড়িতে করে ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়ি যান। তাঁর আগমন উপলক্ষে শুধু শ্বশুরবাড়ি নয়, পুরো নড়াইল শহরজুড়ে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। জামাই বরণ করার জন্য বাড়ির আঙিনায় একটি বড় প্যান্ডেল করা হয়েছিল। আপ্যায়নের জন্য ছিল হরেকরকম পিঠে, ইলিশ মাছ-সহ নানা ফলমূল এবং অন্যান্য খাবারের আয়োজন। সেই ঘটনাবলীই কি ধরা দেবে এই ছবিতে? প্রশ্ন অনুরাগীদের মনে।

২০২৩ সালে সত্য ঘটনায় ছায়ায় রচিত হয় রক্তবীজ। মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। এবারও অন্যথা হবে না। নতুন সংযোজন অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা যায় শীতল খলনায়কের বেশে। যাঁর একটাই মূল মন্ত্র, “মানুষের থেকে মকসদ বড়!”শোনা গিয়েছিল, ‘রক্তবীজ’-এর তুলনায় ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। টিজারেও তেমনই ইঙ্গিত মিলেছে। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত সীমা বিশ্বাস-ও। রক্তবীজ-এর মতো এবারও দাপুটে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে মিমি। অন্যদিকে এই ছবিতে আবীর ফের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা পুলিশ অফিসার পঙ্কজের ভূমিকায় ধরা দেবেন।

সূত্র-আজকাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ