1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে ৪৭ সন্ত্রাসী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তে ৪৭ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আফগান সীমান্ত পেরিয়ে বেলুচিস্তানের ঝোব জেলায় অনুপ্রবেশের চেষ্টা করার সময় তাদের হত্যা করা হয়।

একটি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ভারতীয় মদদপুষ্ট নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা বড় একটি দল নিয়ে সামবাজা এলাকার পাক-আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালায় এবং ৪৭ জন সন্ত্রাসীকে নির্মূল করে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে ‘ফিতনা আল-খাওয়ারাজ’ নামেও ডাকা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর কতজন নিহত হয়েছেন, তা জানাননি কর্মকর্তার। তবে তারা দাবি করেছেন, অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছেন, বাকিরা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন।

সূত্রটি আরো জানায়, নিহতদের বেশিরভাগই আফগান নাগরিক। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে।

ইসলামাবাদভিত্তিক থিঙ্ক ট্যাংক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু জুন মাসেই পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলায় অন্তত ১০০ জন নিহত হয়।
নিহতদের মধ্যে ছিলেন ৫৩ জন নিরাপত্তা কর্মী, ৩৯ জন বেসামরিক নাগরিক, ৬ জন সন্ত্রাসী এবং দুইজন শান্তি কমিটির সদস্য।

এ ছাড়া এসব হামলা ও অভিযানে মোট ১৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৩ জন সাধারণ নাগরিক। জুন মাসজুড়ে সহিংসতা ও অভিযানে সর্বমোট ১৭৫ জন নিহত হন—এর মধ্যে ৫৫ জন নিরাপত্তা কর্মী, ৭৭ জন সন্ত্রাসী, ৪১ জন বেসামরিক এবং দুইজন শান্তি কমিটির সদস্য ছিলেন।

সূত্র : জিও নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ