1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

বন্ধকী জালিয়াতির অভিযোগে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান ও ১৯১৩ সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীনে তার ক্ষমতা অনুসারে কুককে ‘অবিলম্বে কার্যকরভাবে’ বরখাস্ত করা হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল মর্টগেজ নিয়ন্ত্রক সংস্থা যে অভিযোগ এনেছিল, তার উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনি এক বা একাধিক বন্ধকী চুক্তিতে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে যথেষ্ট প্রমাণ রয়েছে।

চিঠিতে ট্রাম্প লেখেন, ফেডারেল রিজার্ভের ওপর সুদের হার নির্ধারণ ও রিজার্ভ এবং সদস্য ব্যাংকগুলোর নিয়ন্ত্রণের বিশাল দায়িত্ব রয়েছে।
আমেরিকান জনগণকে অবশ্যই নীতিনির্ধারণ ও তদারকির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সততার ওপর পূর্ণ আস্থা রাখতে হবে। একটি আর্থিক বিষয়ে আপনার প্রতারণামূলক ও সম্ভাব্য অপরাধমূলক আচরণের কারণে সেই আস্থা ক্ষুণ্ণ হয়েছে এবং আমি আপনার সততার ওপর আর আস্থা রাখি না।

গত শুক্রবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যদি লিসা কুক পদত্যাগ না করেন তবে তাকে বরখাস্ত করা হবে।

ট্রাম্প প্রশাসনের দাবি, ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত কুক বন্ধকী জালিয়াতি করেছেন।
তিনি একই সময়ে দুটি ভিন্ন সম্পত্তিকে তার প্রাথমিক বাসস্থান হিসেবে উল্লেখ করেছিলেন।

সূত্র : দ্য গার্ডিয়ান ও আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ