1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

জীবিত থাকার প্রমাণ দিতে থানায় ছুটলেন রাজা মুরাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

জীবিত আছেন, সেটা প্রমাণ করতে পুলিশের দ্বারস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর পর রীতিমতো খেপেছেন এই অভিনেতা। রাজা মুরাদ জানিয়েছেন যে মৃত্যুর ভুয়া খবর হু হু করে ছড়িয়ে পড়ে তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে। এই গুঞ্জন থামাতে রীতিমতো হিমশিম খেতে হয় অভিনেতাকে।
৭৩ বছরের অভিনেতা নিজেতে জীবিত প্রমাণ করতে করতে রীতিমতো বিরক্ত। তিনি এরপরই পুলিশের দ্বারস্থ হন।

সংবাদমাধ্যম এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে রাজা মুরাদ বলেন, কোনো এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর ঘোষণা করে দেয়। ওই পোস্টে নাকি অভিনেতার জন্মতারিখের পাশাপাশি ভুয়া মৃত্য তারিখ পর্যন্ত উল্লেখ ছিল।
সেই সঙ্গে রাজা মুরাদকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয় পোস্টে। অভিনেতা বলেন, ‘কিছু মানুষের কেন জানি না আমার বেঁচে থাকা নিয়ে সমস্যা হচ্ছে।’ ওই পোস্টে নাকি এ-ও লেখা ছিল যে রাজা মুরাদ বহু বছর ধরে অভিনয় করলেও, বর্তমানে তাঁকে কেউ মনে রাখেননি, বলেন অভিনেতা। রাজা মুরাদ জানিয়েছেন যে এটা খুবই গুরুতর বিষয়।

রাজা মুরাদ জানান যে তাঁর গলা, জিভ ও ঠোঁট শুকিয়ে গিয়েছে মানুষকে এটা বলতে বলতে যে তিনি বেঁচে আছেন। এই ভুয়া খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। তিনি বিশ্বের একাধিক জায়গা থেকে ফোন পাচ্ছেন। অনেকেই সেই পোস্ট তাঁকে মেসেজ করে পাঠাচ্ছেন। যিনি এই কাজ করেছেন, তাঁর মানসিকতা খারাপ।
খুব ছোট মনের মানুষ তিনি। সেই কারণে এসব করে মজা পাচ্ছেন।

অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন যে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমার অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ওঁরা এফআইআর দায়ের করবেন। অভিযুক্তকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলো বন্ধ হওয়া উচিত। শুধু আমি নই, অনেক তারকাকেই জীবিত অবস্থায় ‘মৃত’ বলে খবর ছড়িয়ে দেওয়া হয়। এটা ভুল, যে এগুলো করছে তার শাস্তি হওয়া উচিত।”

রাজা মুরাদ হিন্দি, ভোজপুরি ও একাধিক ভাষায় প্রায় ২৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। পর্দায় খলনায়ক হিসেবে নব্বইয়ের দশকে তিনি ছিলেন অনবদ্য এক অভিনেতা। তবে বর্তমানে আর পর্দায় খুব একটা দেখা পাওয়া যায় না রাজা মুরাদের। ক্যামেরা থেকে দূরেই জীবন কাটাচ্ছেন অভিনেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ