1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

গাজায় নিহত আরো ৬৩, সিটির ভেতরে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজা সিটির গভীরে অগ্রসর হচ্ছে, যার লক্ষ্য শহরটি দখল করে প্রায় ১০ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা। গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে খবর আল জাজিরার।

শনিবার আল জাজিরা আরবির হাতে আসা ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে।
এটি সেনাদের স্থল অভিযান আরো বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সাবরা এলাকা অবরুদ্ধ জায়তুন মহল্লার কাছে, যেটি গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনাদের টার্গেটে রয়েছে। গাজা সিটির আল-আহলি হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সাবরায় সর্বশেষ ইসরায়েলি হামলায় এক শিশু নিহত হয়েছে।

এর আগে শনিবার, দক্ষিণ গাজার খান ইউনুসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নেওয়া তাঁবুতে ইসরায়েলি সেনারা গোলাবর্ষণ করে।
এতে ১৬ জন নিহত হয়, যাদের মধ্যে ৬ জন শিশু।

চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, সারা দিন ধরে মানবিক সাহায্য নিতে গিয়ে আরো ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে একজনকে খান ইউনুসের দক্ষিণ-পূর্বে তথাকথিত ‘মোরাগ অ্যাক্সিস’-এর কাছে একটি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে।

আরেকজন বেসামরিক নাগরিককে সাহায্যের খোঁজে যাওয়ার সময় ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন নেতজারিম করিডোরের কাছে গুলি করে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ