1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে মন্ত্রিসভার সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডকাম্প।

ডানপন্থী কেন্দ্রঘেঁষা নিউ সোশ্যাল কনট্রাক্ট পার্টির এই নেতা শুক্রবার জানান, তিনি অর্থবহ পদক্ষেপে সমঝোতায় পৌঁছাতে পারেননি এবং ইতিমধ্যে আরোপিত নিষেধাজ্ঞা নিয়েও সহকর্মীদের কঠিন আপত্তির মুখে পড়েছিলেন।

তার প্রচেষ্টার মধ্যে ছিল ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গাভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা। কারণ, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে উসকে দিচ্ছিলেন।

এছাড়া ফেল্ডকাম্প নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশ রপ্তানির তিনটি অনুমতিও বাতিল করেছিলেন। তিনি সতর্ক করে বলেন, গাজার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং এর অবাঞ্ছিত ব্যবহারের ঝুঁকি রয়েছে।

তার পদত্যাগের ফলে নেদারল্যান্ডস এখন পররাষ্ট্রমন্ত্রীশূন্য অবস্থায় পড়ল— যে সময় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনায় ব্যস্ত রয়েছে।

তার পদত্যাগের পর ফেল্ডকাম্পের প্রতি সমর্থন জানিয়ে নিউ সোশ্যাল কনট্রাক্ট পার্টির সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবরাও সংহতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ