1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ভারতে অফিস খুলছে ওপেনএআই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই চলতি বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাদের প্রথম অফিস খুলতে যাচ্ছে, যা ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী দ্বিতীয় বৃহত্তম বাজার এ দেশটিতে তাদের অবস্থান আরো শক্ত করবে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ওপেনএআই ইতিমধ্যে ভারতে আইনি সত্তা হিসেবে নিবন্ধিত হয়েছে ও স্থানীয় দল গঠন শুরু করেছে বলে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতকে চ্যাটজিপিটির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখা হচ্ছে। এ সপ্তাহেই কম্পানিটি দেশটিতে প্রায় ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে লক্ষ্য করে তাদের সর্বনিম্ন ৪.৬০ ডলার মূল্যের মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে।

তবে ভারতে ওপেনএআইকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সংবাদমাধ্যম ও বই প্রকাশকরা অভিযোগ করছে, প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়াই তাদের কনটেন্ট ব্যবহার করে চ্যাটজিপিটি প্রশিক্ষণ দিচ্ছে। এ অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই।

এক বিবৃতিতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, ‘ভারতে আমাদের প্রথম অফিস খোলা ও স্থানীয় দল গঠন করা হলো দেশটিজুড়ে উন্নত এআইকে আরো সহজলভ্য করা এবং ভারতের জন্য, ভারতের সঙ্গে মিলে এআই তৈরি করার প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।

ভারতে গুগলের জেমিনি ও এআই স্টার্টআপ পারপ্লেক্সিটির মতো প্রতিদ্বন্দ্বীরা ওপেনএআইকে প্রতিযোগিতার মুখে ফেলেছে। এসব প্রতিষ্ঠান অনেক ব্যবহারকারীর জন্য তাদের উন্নত পরিষেবা বিনা মূল্যে দিচ্ছে।

ওপেনএআইয়ের নতুন বাজার তথ্য অনুযায়ী, ভারতে চ্যাটজিপিটি ব্যবহারকারী শিক্ষার্থীর সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এবং গত এক বছরে দেশটিতে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী চারগুণ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ