1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

চলে গেলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭১ Time View

‘কট ইন প্রভিডেন্স’ নামে একটি টেলিভিশন শোতে মানবিক আচরণের জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এক বিচারক। যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় এই বিচারক মারা গেছেন। তার নাম ফ্রাঙ্ক ক্যাপ্রিও। প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত এই বিচারকের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার (২০ আগস্ট) অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর জানানো হয়। সেখানে বলা হয়, ‘বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি তার দয়া, নম্রতা ও মানুষের কল্যাণের প্রতি অটল বিশ্বাসের জন্য জনপ্রিয় ছিলেন।

তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘তিনি শুধু একজন সম্মানিত বিচারকই ছিলেন না, ছিলেন একজন আদর্শ স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ ও সবার প্রিয় বন্ধু।’ তার ছেলে ডেভিড ক্যাপ্রিও জানান, ২০২৩ সালে তার পিতার ক্যান্সার ধরা পড়ে। মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

ফ্রাঙ্ক ক্যাপ্রিওর জনপ্রিয়তা আসে আদালতের তার ব্যতিক্রমী মানবিক দৃষ্টিভঙ্গির জন্য।
ট্রাফিক ও পার্কিং ভায়োলেশনের মামলাগুলোর শুনানিতে আসা সাধারণ মানুষদের গল্প মনোযোগ দিয়ে শুনতেন তিনি। তার এই বিচার কার্যক্রম নিয়ে তৈরি হয় জনপ্রিয় টেলিভিশন শো ‘কট ইন প্রভিডেন্স’। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত এই টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক। যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি।
শো-এর বিভিন্ন ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমেও নিয়মিত ভাইরাল হতো।

তিনি ১৯৮৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মিউনিসিপ্যাল আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর কিছু মাস আগেই তিনি নিজের জীবনের বিচারকার্য থেকে সংগৃহীত অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে একটি বই প্রকাশ করেন। বইটির নাম ‘কমপ্যাশন ইন দ্য কোর্ট: লাইফ চেঞ্জিং স্টোরি ফ্রম আমেরিকান নাইসেস্ট জাজ’।

বিশ্বের কোটি কোটি মানুষ তাকে মনে রাখবে একজন হৃদয়বান, সহানুভূতিশীল ও মানবিক বিচারক হিসেবে। তিনি আইন ও মানবতার মধ্যে একটি আশ্চর্য সেতুবন্ধন তৈরি করেছিলেন। ২০২৩ সালের ৬ ডিসেম্বর তার প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। যা এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি তার ভক্তদের জানান এবং সুস্থতার জন্য দোয়া চান।

তিনি বলেন, ‘আমার জন্য প্রার্থনা করুন… আপনার সাহায্য আমাকে এই লড়াইয়ে শক্তি দেবে।’

সূত্র : আল-অ্যারাবিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ