1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

যুদ্ধজাহাজে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, দোষী সাব্যস্ত মার্কিন নৌসদস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

মার্কিন নৌবাহিনীর এক সদস্যকে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। চীনা গোয়েন্দাদের কাছে মার্কিন নৌবাহিনীর গোপন তথ্য ফাঁসের ছয়টি অভিযোগে দোষি প্রমাণিত হয়েছেন ২৫ বছর বয়সী জিনচাও ওয়েই।

মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন রায় ঘোষণার পর বলেন, ‘একজন নৌসদস্য হিসেবে তার ওপর যে আস্থা রাখা হয়েছিল, আসামির কর্মকাণ্ড তা মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন। নগদ অর্থের বিনিময়ে সামরিক গোপন তথ্য চীনের হাতে তুলে দিয়ে সে শুধু সহকর্মীদের জীবনই ঝুঁকির মুখে ফেলেনি, বরং পুরো দেশ ও মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিপন্ন করেছে।

চীনা বংশোদ্ভূত ওয়েই ইউএসএস এসেক্স নামের একটি যুদ্ধজাহাজে কর্মরত ছিলেন। তার হাতে সংবেদনশীল নৌতথ্যের প্রবেশাধিকার ছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এক চীনা এজেন্ট তার সঙ্গে যোগাযোগ করে। নিজেকে চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশনের কর্মী পরিচয় দিয়ে ওই ব্যক্তি প্রথমে নৌযানের প্রতি তার ভালোবাসার কথা জানান।
পরে ধাপে ধাপে ওয়েইকে চীনের জন্য তথ্য সংগ্রহে রাজি করান।

প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয় ওয়েইয়ের ফোনালাপ, এনক্রিপ্টেড বার্তা, অডিও মেসেজ এবং তার মায়ের সঙ্গে কথোপকথনের রেকর্ড। এক বার্তায় ওয়েই মাকে লিখেছিলেন, ‘অন্য চীনারা নৌবাহিনীতে থেকেও অতিরিক্ত আয় করতে ট্যাক্সি চালাচ্ছে। আর আমি শুধু তথ্য ফাঁস করছি।
’ জবাবে তার মা লেখেন, ‘গুড জব!’

ওয়েই তার চীনা হ্যান্ডলারকে ‘বিগ ব্রাদার অ্যান্ডি’ নামে ডাকতেন। যোগাযোগ রাখতেন একাধিক এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে। তাকে নতুন কম্পিউটার ও মোবাইলও সরবরাহ করে এজেন্ট।

তিনি ইউএসএস এসেক্সের ভিডিও, ছবি, প্রতিরক্ষামূলক অস্ত্রের বিবরণ, জাহাজগুলোর অবস্থানসহ নানা বিষয়ে তথ্য পাঠাতেন। এ জন্য তিনি ১৮ মাসে ১২ হাজার ডলারের বেশি অর্থ পান।

২০২৩ সালের আগস্টে কাজে যোগ দিতে আসার সময় তাকে গ্রেপ্তার করে এফবিআই। দোষি সাব্যস্ত হওয়ার পর আগামী ১ ডিসেম্বর তার সাজা ঘোষণা করা হবে। সর্বোচ্চ শাস্তি হিসেবে তিনি আজীবন কারাদণ্ড পেতে পারেন।

একই সময়ে আরেক মার্কিন নৌসদস্য ওয়েনহেং ঝাওকেও গ্রেপ্তার করা হয়। তিনি চীনা এজেন্টের কাছে প্রশান্ত মহাসাগরে বৃহৎ নৌ-মহড়ার পরিকল্পনা, অপারেশনাল অর্ডার এবং ওকিনাওয়াতে স্থাপিত রাডার সিস্টেমের নকশাসহ নানা গোপন নথি সরবরাহ করেছিলেন। এর বিনিময়ে তিনি পান প্রায় ১৪ হাজার ৮০০ ডলার। ঝাও গত বছর দোষি সাব্যস্ত হন এবং তাকে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ