1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

‘কিল বিল’ বানানোর জন্যই আমার জন্ম হয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ নাম কুয়েন্টিন টারান্টিনো। ‘পালপ ফিকশন’, ‘কিল বিল’ কিংবা ‘রিজার্ভার ডগস’-এর মতো কালজয়ী ছবির নির্মাতা তিনি। তাঁর সেরা ছবি কোনটি? এ নিয়ে ভক্তদের মধ্যে তো চর্চা হয়ই। কিন্তু দুইবার অস্কারজয়ী এ নির্মাতার চোখে নিজের সেরা নির্মাণ কোনটি? সেটাই জানালেন এবার।

একটি পডকাস্টে অংশ নিয়ে ট্যারান্টিনো জানান, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ (২০১৯) তাঁর সবচেয়ে পছন্দের ছবি। তবে সেরা নির্মাণ মনে করেন ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে (২০০৯)। তবে যে ছবিটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা ‘কিল বিল’।

ট্যারান্টিনো বলেন, “আমি মনে করি ‘কিল বিল’ বানানোর জন্যই আমার জন্ম হয়েছে।
এটা এমনই এক ছবি, যেটা আর কেউ বানাতে পারত না। এর প্রত্যেকটি দৃশ্য আমার কল্পনা, ভালোবাসা এবং আবেগের বহিঃপ্রকাশ। সুতরাং এ ছবিটা বানানোর জন্যই আমি পৃথিবীতে এসেছি। আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ আমার মাস্টারপিস।

নিজের দশম ও সর্বশেষ সিনেমা হিসেবে টারান্টিনো তৈরি করতে চেয়েছিলেন ‘দ্য মুভি ক্রিটিক’। কিন্তু পরবর্তী সময়ে তিনি পরিকল্পনা বাদ দেন এবং সিনেমাটি করবেন না বলে জানান। সম্প্রতি এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে পুনরাবৃত্তি এড়ানোর জন্যই এ সিদ্ধান্ত। টারান্টিনো বলেন, ‘প্রি-প্রডাকশনে থাকা অবস্থায়ই আমার মনে হয়েছিল কাজটা করব না। কেননা আমি ‘‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’’ থেকে প্রভাবিত হয়ে কাজটা করেছিলাম।
১৯৬৯ সালের লস অ্যাঞ্জেলেসকে সিজিআই ছাড়া দেখাব কীভাবে? আমি জানতাম, কাজটা কেমন করে করতে হবে। আমার টিমও জানত। দ্য মুভি ক্রিটিক নিয়ে নতুন করে ভাবার কিছু ছিল না। কেননা এটা অনেকটাই আমাদের ভূতপূর্ব সিনেমার মতোই হতো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ