1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

আমার ছবিটা প্রিন্ট করে জুতা নিক্ষেপ করো : খায়রুল বাসার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে রোষানলে পড়েছেন শোবিজের একাধিক অভিনেতা। এমন ঘটনায় শাকিব খান, জয়া আহসান, খায়রুল বাসার থেকে শুরু করে বেশ কিছু অভিনয়শিল্পীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি গ্রুপ।

খায়রুল বাসার নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই নিজের ক্যাম্পাসের অনুজদের উদ্দেশে কয়েকটি প্রশ্ন ছোড়েন তিনি।

খায়রুল বাসার লিখেছেন, ‘আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে, এই বাটপারের রাষ্ট্রে আমি কোন আপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে তাই? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই?’

এরপর নিজের ক্যাম্পাসের অনুজদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘ওকে, আমার ভাইয়েরা; আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসি মুখে গ্রহণ করছি। কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছ, তোমরা তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছ! সেখানে মানুষ, সেখানে সাধারণের আবেগ-অভিভূতি তোমাদের বিবেচনার বিষয় না! তোমরা কেবল ক্ষমতার না এবং ক্ষমতার দাস না, তোমরা নিজের, দেশের এবং দায়িত্বের; এ বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে, ভাঙুক! আমি এমন কি আর লোক? ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য তোমরা এ দেশের প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের হও এই কামনা।’

এর আগে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক মাধ্যমে কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু লাইন শেয়ার করেন খায়রুল বাসার।
সেখানে তিনি লেখেন, ‘‘সে যখন বললো, ‘ভাইসব।’ অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকলো ‘ভাইয়েরা আমার।’ ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।
’’

একই পোস্টে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে খায়রুল বাসার শেয়ার করেন আরেক প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের ‘বাংলার ধ্রুবতারা’ শীর্ষক কবিতাটি, ‘‘শত বছরের শত সংগ্রাম শেষে / রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে / অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন / তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল / হৃদয়ে লাগিল দোলা / জনসমুদ্রে জাগিল জোয়ার / সকল দুয়ার খোলা / কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?/ গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর-কবিতাখানি / ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’/ সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ