1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

ফিলিপাইনের জাহাজ তাড়া করতে গিয়ে নিজের যুদ্ধজাহাজে ধাক্কা মারল চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

দক্ষিণ চীন সাগরে সোমবার ফিলিপাইনের একটি জাহাজকে তাড়া করার সময় চীনের একটি যুদ্ধজাহাজ দুর্ঘটনাক্রমে নিজেদের কোস্ট গার্ডের জাহাজে ধাক্কা দিয়েছে। ম্যানিলা এ খবর জানিয়েছে।

কমোডোর জে টারিয়েলা জানিয়েছেন, ফিলিপাইন কোস্ট গার্ডের সদস্যরা বিতর্কিত স্কারবোরো শোলে মাছ ধরার এলাকায় মৎসজীবীদের সাহায্য পৌঁছে দিচ্ছিলেন। ওই সময় চীনা কোস্ট গার্ড একটি ‘ঝুঁকিপূর্ণ কৌশল’ অবলম্বন করে, ফলে চীনা যুদ্ধজাহাজের সামনের ডেকে ‘গুরুতর ক্ষতি’ হয়।

চীন সংঘর্ষের ঘটনা স্বীকার করলেও ফিলিপাইনের বিরুদ্ধে ‘জোরপূর্বক চীনা জলসীমায় প্রবেশের’ অভিযোগ করেছে এবং সংঘর্ষের কথা উল্লেখ করেনি।

দক্ষিণ চীন সাগর হলো চীন, ফিলিপাইন ও অন্য দেশগুলোর মধ্যে বিরোধের কেন্দ্রে থাকা একটি এলাকা। গত কয়েক বছরে বেইজিং ও ম্যানিলার মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে। সেখানে দুই পক্ষই একে অপরের ওপর উত্তেজনা সৃষ্টির ও সামুদ্রিক সংঘর্ষের দায় চাপাচ্ছে, যার মধ্যে তরবারি, বর্শা ও ছুরি ব্যবহারের ঘটনাও ঘটেছে।

স্কারবোরো শোল একটি ত্রিভুজাকৃতির প্রবাল শৃঙ্খল ও পাথরের চেইন। ২০১২ সালে এলাকাটি চীন দখল করার পর থেকে দুই দেশের মধ্যে এটি দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু।

ম্যানিলা প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চীনা কোস্ট গার্ডের একটি জাহাজ জলকামান ব্যবহার করে ফিলিপাইন কোস্ট গার্ড জাহাজকে তাড়া করছে এবং হঠাৎ বাঁক নিয়ে একটি বড় চীনা জাহাজে জোরে ধাক্কা মারে। টারিয়েলা জানান, সংঘর্ষের ফলে চীনা যুদ্ধজাহাজ ‘সাগরপথে অচল’ হয়ে পড়েছে।
তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

টারিয়েলা আরো জানিয়েছেন, ফিলিপাইনের কোস্ট গার্ড চীনা কর্তৃপক্ষকে আঞ্চলিক বিরোধ মোকাবেলায় আন্তর্জাতিক নিয়মগুলোকে সম্মান করার জন্য ‘ধারাবাহিকভাবে অনুরোধ’ করছে, ‘বিশেষ করে সামুদ্রিক আইন প্রয়োগে তাদের ভূমিকা বিবেচনা করে’। তিনি আরো বলেন, ‘আমরা আরো জোর দিয়ে বলেছি, এমন অবিবেচক আচরণ সামুদ্রিক দুর্ঘটনার কারণ হতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ