1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

দেহরক্ষীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন সালমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

বলিউড ভাইজান সালমান খানের দীর্ঘদিনের সঙ্গী এবং দেহরক্ষী শেরা সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়েই শোকাহত শেরার পাশে দাঁড়ালেন সালমান খান। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে বিতর্ক যাই থাকুক না কেন, কাছের মানুষদের প্রতি সালমানের ভালোবাসা চিরন্তন।

সালমান খানের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে শেরা তিন দশক ধরে কাজ করছেন। তাদের সম্পর্ক শুধু পেশাদারিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বন্ধুত্বের এক দৃঢ় বন্ধনে আবদ্ধ। গত ৭ আগস্ট শেরার বাবা সুন্দর সিং জলি (৮৮) ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা যান।

খবরটি শেরা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পরই সালমান তার পাশে এসে দাঁড়ান। বুধবার সন্ধ্যায় ওশিওয়ারার শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরই সালমান শেরার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন।

ভাইরাল হওয়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, সালমান গভীর আবেগের সঙ্গে শেরাকে জড়িয়ে ধরেছেন। এই দৃশ্য সালমান এবং তার অনুগত দেহরক্ষীর মধ্যকার গভীর সম্পর্কের প্রতিফলন। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এই দৃশ্যের প্রশংসা করে মন্তব্য করেছেন, যা মন জয় করে নিয়েছে। এই আবেগঘন মুহূর্তটি সবার হৃদয়ে দাগ কেটেছে।

কয়েক মাস আগেই শেরা তার বাবার ৮৮তম জন্মদিনে একটি ছবি শেয়ার করে তাকে জীবনের নায়ক এবং অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন। শেরার বাবা সুন্দর সিং জলির শেষকৃত্যের মিছিল শুরু হয় তার বাসভবন, ওশিওয়ারার পার্ক লাক্সারি রেসিডেন্স থেকে।

শেরার আসল নাম গুরমিত সিং জলি। একসময় বডি বিল্ডিং-এ সফল ক্যারিয়ার গড়ার পর নব্বই দশকের শুরুতে তিনি সালমান খানের সঙ্গে কাজ শুরু করেন। তার দৃঢ়তা এবং দক্ষতার কারণে তিনি শুধু সালমানের নয়, বরং ক্যাটরিনা কাইফ, হৃতিক রোশন, কারিনা কাপুরের মতো তারকাদেরও নিরাপত্তার দায়িত্ব সামলেছেন।

এছাড়াও তার সংস্থা ‘টাইগার সিকিউরিটি’ মাইক টাইসন এবং জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক তারকাদের নিরাপত্তা প্রদানেও কাজ করেছে। শেরা এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি দেহরক্ষীদের একজন হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ