বুধবার (৬ আগস্ট) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
বুধবার (৬ আগস্ট) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমাদের কিছু ভালো আলোচনা হয়েছে, এবং খুব ভালো সম্ভাবনা আছে যে আমরা – এই যুদ্ধের শেষ, সেই রাস্তার শেষ, তার দিকে এগিয়ে যেতে পারি। সেই রাস্তা অনেক দীর্ঘ, এখনো দীর্ঘ, তবে খুব সম্ভবত একটি বৈঠক খুব শিগগিরই হতে পারে।
ট্রাম্প এই মন্তব্য করেন মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর।
এর আগে, পুতিন-উইটকফ বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে এক টেলিফোন কলের মাধ্যমে জানান যে, তিনি পুতিনের সঙ্গে খুব শিগগিরই – সম্ভবত আগামী সপ্তাহেই – বৈঠক করতে চান, এরপর রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে চান। ইউরোপীয় এক সরকারি সূত্রও কলটির বিষয়বস্তু নিশ্চিত করেছে।
সিএনএনকে দেওয়া বক্তব্যে হোয়াইট হাউজের দুই কর্মকর্তা জানান, মস্কোতে পুতিন-উইটকফ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের প্রস্তাব দেন।
ট্রাম্পের সহকারীরা এই বৈঠকের পরিকল্পনা তৈরির কাজ শুরু করে দিয়েছেন বলেও জানান ওই দুই কর্মকর্তা।
হোয়াইট হাউজ জানিয়েছে, এখনো কোনো নির্দিষ্ট জায়গা চূড়ান্ত হয়নি, তবে বেশ কয়েকটি বিকল্প স্থান নিয়ে আলোচনা চলছে। বৈঠকটি আগামী সপ্তাহেই অথবা তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।