1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী রাজাপক্ষে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View
শ্রীলঙ্কার দুর্নীতি দমন কর্তৃপক্ষ বুধবার একসময়ের ক্ষমতাশালী রাজাপক্ষে পরিবারের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিন বছর আগে তার চাচা প্রেসিডেন্ট পদ থেকে উৎখাত হওয়ার পর তিনি ক্ষতিপূরণ হিসেবে বেআইনিভাবে সম্পত্তির দাবি করেছিলেন।

দুর্নীতি বা ঘুষসংক্রান্ত অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানিয়েছে, তারা সাবেক মন্ত্রী শশীন্দ্র রাজাপক্ষেকে গ্রেপ্তার করেছে। দুই সাবেক প্রেসিডেন্ট—মাহিন্দা ও গোতাবায়া রাজাপক্ষের ভাতিজা তিনি।

গ্রেপ্তারের পর তাকে কলম্বোর একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তাকে ১৯ আগস্ট পর্যন্ত রিমান্ডে রাখা হবে। সেদিন মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। 

গত সেপ্টেম্বরে বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজাপক্ষে পরিবারের প্রথম সদস্য হিসেবে শশীন্দ্র গ্রেপ্তার হলেন।

এ সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিল। 

সিআইএবিওসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাজাপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। কারণ তিনি সরকারি কর্মকর্তাদের জোরপূর্বক তার দাবি অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করেছেন। তবে সেই সম্পত্তিটি রাষ্ট্রীয় জমিতে অবস্থিত।

তিনি রাষ্ট্রীয় জমি অপব্যবহার করেছেন, যেই ক্ষতিপূরণ তার পাওয়ার কথা ছিল না তা দাবি করেছেন এবং দুর্নীতির অপরাধ করেছেন।’ 

২০২২ সালে শ্রীলঙ্কা ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণে নিজেদের প্রথম সার্বভৌম খেলাপি ঘোষণা করে। সেই সময় দেশটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। ভোগ্য পণ্যের চরম ঘাটতির কারণে দেশজুড়ে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার পরিণতিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হন।

শশীন্দ্রর দুই চাচাতো ভাই—সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের দুই ছেলে নামাল ও যোশিথা মুদ্রাপাচারের অভিযোগের মুখোমুখি রয়েছেন।

যোশিথা তদন্তকারীদের জানিয়েছেন, তিনি বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন তার এক বৃদ্ধ দাদির দেওয়া রত্নের থলি বিক্রি করেন। তবে ওই বৃদ্ধা পরে বলেছেন, তিনি মনে করতে পারছেন না কে তাকে রত্নগুলো দিয়েছিল। 

এ ছাড়া মাহিন্দার শ্যালক নিশান্তা বিক্রমাসিংহের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রধান থাকার সময় রাষ্ট্রের ক্ষতি করেছেন। মাহিন্দার আরেক ভাই বাসিল রাজাপক্ষে, যিনি একসময় মন্ত্রী ছিলেন, তিনিও মুদ্রাপাচারের মামলার মুখোমুখি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ