1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় গ্রেপ্তার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪০ Time View

আইনের চোখে সবাই সমান। যেই হোন না কেন অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে। ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক পল ইনসের ক্ষেত্রেও তাই ব্যতিক্রম কিছু হয়নি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অবশ্য পরে পলকে ছেড়ে দিয়েছে চেশায়ার পুলিশ। তবে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আগামী ১৮ জুলাই চেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার জন্যই ৫৭ বছর বয়সী সাবেক খেলোয়াড়কে জামিন দেওয়া হয়েছে। গত শনিবার পলকে গ্রেপ্তার করে চেশায়ার পুলিশ।
নেস্টনের চেস্টার হাই রোডে একটি ব্ল্যাক রেঞ্জ রোভার দূর্ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়।

চেশায়ার পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘নেস্টনের চেস্টার হাই রোডে সংঘর্ষের ঘটনার পর কর্মকর্তাদের ডাকা হয়েছিল। কেন্দ্রীয় রিজার্ভেসন ব্যারিয়ারে একটি কালো রেঞ্জ রোভার ধাক্কা খেয়েছিল। ঘটনাস্থলে গিয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

১৯৮৬ সালে ওয়েস্ট হাম দিয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় পলের। পরে এই মিডফিল্ডার খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও লিভারপুলের মতো ক্লাবে। আর জাতীয় দলে অভিষেক হয় ১৯৯২ সালে। অভিষেকের এক বছর পরেই ১৯৯৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ইংল্যান্ডের অধিনায়ক হন তিনি। ২০০০ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সময় তার নামের পাশে ম্যাচ সংখ্যা দাঁড়ায় ৫৩ ম্যাচ।
১৯৯৬ ইউরো ও ১৯৯৮ বিশ্বকাপে খেলা মিডফিল্ডারের নামের পাশে গোল দুটি।

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ২০০৬ সালে কোচিং পেশায় যুক্ত হন পল। ম্যাকলসফিল্ড টাউনের হয়ে ডাগআউটের ক্যারিয়ার শুরু করেন তিনি। সর্বশেষ রিডিংকে কোচিং করিয়েছেন ব্ল্যাকবার্ন রোভার্স ও ব্ল্যাকপুলের সাবেক কোচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ