1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

চেলসির লোভনীয় প্রস্তাব, কিন্তু মার্তিনেজের মন অন্য ক্লাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩২ Time View

অ্যাস্টন ভিলার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের ফুটবল ট্রান্সফার বাজার। ৪৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে তাকে দলে টানতে মরিয়া ইংলিশ জায়ান্ট চেলসি। তবে আর্জেন্টাইন এই তারকার মন নাকি পড়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে। এমনটাই দাবি ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের।

প্রিমিয়ার লিগের ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস (পিএসআর)’ ভঙ্গের আশঙ্কায় খেলোয়াড় বিক্রি করতে বাধ্য হচ্ছে অ্যাস্টন ভিলা। আর এই সুযোগটাই লুফে নিতে চাইছে চেলসি। কারণ, বর্তমান গোলরক্ষক রবার্ট সানচেজ ও ফিলিপ ইয়ুরগেনসেন চেলসি কোচ এনজো মারেসকার আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন।

তবে ইউনাইটেডও মার্তিনেজকে নিয়ে ভাবছে।
কোচ রুবেন আমোরিম নতুন মৌসুমে স্কোয়াডে পরিবর্তন আনতে চাইলেও, বাজেট সংকটে নতুন গোলরক্ষক কেনা তার অগ্রাধিকার নয়। বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানাকে যদি ৩৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি করা না যায় তাহলে ইউনাইটেডের পক্ষে মার্তিনেজকে কেনা কঠিন হয়ে পড়বে।

এই অবস্থায় চেলসি বেশ খানিকটা এগিয়ে রয়েছে। ক্লাবের সহকারী কোচ উইলি কাবায়েরো নিজে একজন আর্জেন্টাইন এবং মার্তিনেজের বড় ভক্ত।
ফলে মার্তিনেজকে দলে ভেড়াতে তিনি বড় ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভিলা পার্কে গত ছয় বছরে অসাধারণ পারফর্ম করেছেন মার্তিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে মুখ্য ভূমিকা রেখে ‘বিশ্বসেরা গোলরক্ষক’-এর খেতাব অর্জন করেন তিনি।

সূত্রের বরাতে জানা গেছে, মার্তিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং নিজেকে ওল্ড ট্র্যাফোর্ডে দেখতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ