1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

ব্রাজিলিয়ান খেলোয়াড়ের ঘরে ‘ভবঘুরে অতিথি’, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৭ Time View

ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। দলের সদস্যরা উঠেছেন দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়া শহরের একটি অভিজাত ম্যারিয়ট হোটেলে। আর সেখানেই ঘটেছে এক বিরল ঘটনা—ফ্লুমিনেন্সের ডিফেন্ডার ইগনাচিওর কক্ষে ঢুকে গভীর ঘুমে মগ্ন অবস্থায় পাওয়া যায় এক গৃহহীন ভবঘুরেকে!

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র খবর অনুযায়ী, অনুশীলন শেষে হোটেলে ফিরে নিজের কক্ষে প্রবেশ করতে পারছিলেন না ইগনাচিও। কক্ষের কার্ড কাজ না করায় হোটেল নিরাপত্তাকর্মীদের ডেকে আনেন তিনি।
দরজা খুলতেই চমকে ওঠেন সবাই—বিছানায় আরাম করে ঘুমাচ্ছেন এক ভবঘুরে!

তবে আশ্চর্যের বিষয় হলো, কক্ষে থাকা কোনো জিনিসপত্র চুরি হয়নি, এমনকি কক্ষটিও ছিল গোছানো। ঘটনার পরপরই ভবঘুরে ব্যক্তিকে হোটেল থেকে বের করে দেওয়া হয় এবং বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো ফ্লুমিনেন্স ক্লাব কিংবা ফিফা কর্তৃপক্ষ গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

এদিকে ক্লাব বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে উঠেছে ফ্লুমিনেন্স। সোমবার উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের আগে এমন এক নিরাপত্তা ত্রুটি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে ব্রাজিলিয়ান দলটির ভক্ত-সমর্থকদের মধ্যেও।

বর্তমানে ফ্লুমিনেন্স দলের অনুশীলন চলছে ইউজেনি স্টোন স্টেডিয়ামে।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই চেষ্টায় এখন হোটেল কর্তৃপক্ষ ও নিরাপত্তাবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ