1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

শচীন-কোহলিদের ভবিষ্যৎ জয়সওয়াল এক জায়গায় ছাড়িয়ে গেলেন দুজনকেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৫ Time View

বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন—এই তিন কিংবদন্তি মিলে ভারতের হয়ে খেলেছেন ২৯৬টি টেস্ট। জমা করেছেন অসংখ্য রান ও উইকেট। তাদের বিদায়ের পর অনেকেই মনে করেছিলেন টেস্ট ক্রিকেটে হয়তো ভারতের দাপট আর টিকবে না। মনে হয়েছিল, তাদের সঙ্গে শেষ হয়ে যাচ্ছে এক গৌরবময় অধ্যায়।

কিন্তু সেই শূন্যতা যেন বেশিদিন স্থায়ী হয়নি। ভারতের নতুন প্রজন্ম যেন ঝড়ের গতিতে সেই জায়গা পূরণ করে দিচ্ছে। শুধু পূরণই করছে না, বরং গড়ে তুলছে আরো মজবুত এক ভিত্তি।

এই যে ধরুন জয়সওয়াল।
২৩ বছর বয়সী এই ব্যাটার এখন ইংল্যান্ডের বোলারদের কাছে এক আতঙ্কের নাম। গত বছর ভারতের মাটিতে ‘আর্থার ডি মেলো ট্রফি’তে ৭১২ রান করে তিনি কার্যত বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারে। এবার ইংল্যান্ডের মাটিতেও থামেননি। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টেই ১৫৯ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি (১০১) হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি এখন শুধুই ভবিষ্যৎ নন—ভারতের বর্তমানও।

জয়সওয়ালের ঝলক এখানেই শেষ নয়। শুধু এটুকুই নয়, জয়সওয়াল এরই মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অভিষেক ইনিংসেই সেঞ্চুরি করে দেখিয়েছেন। মাত্র ২০ টেস্টেই সংগ্রহ ১,৮৯৯ রান, ১৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তুলনায়, এই জায়গায় কোহলির ছিল ১১টি আর শচীন টেন্ডুলকারের ৮টি।

নতুন অধিনায়ক শুবমান গিলও কম যান না।
ইংল্যান্ডের মাটিতে নেতৃত্বের অভিষেকেই খেলেছেন ১৭৫ বলের এক অনবদ্য শতক, যা কেবল রান নয়—ছিলো পরিণত ধৈর্যের প্রতিচ্ছবি। সেই ইনিংসে ধরা পড়ে একজন ভবিষ্যৎ দীর্ঘমেয়াদি অধিনায়কের ছায়া।

পন্ত, বুমরাহ ও রাহুলরা এখনো নামেননি। তবুও হেডিংলিতে ভারতের দাপট প্রমাণ করে, কোহলি-রোহিতদের বিদায়ের পর যে প্রজন্ম উঠে এসেছে, তারা কেবল উত্তরসূরি নয়—তারা নতুন যুগের নির্মাতা। ভারতীয় টেস্ট ক্রিকেট এখন নতুন করে স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্নের কান্ডারি একদল তরুণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ