1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

আল-হিলালের কাছে আটকে গেল আলোনসোর রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫২ Time View

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে দাপুটে আল-হিলালের বিপক্ষে প্রতিরোধ গড়ে প্রথমে গোল করলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি মিস করায় ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইউরোপের রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের।

বুধবার রাতে দুই দলেরই ছিল নতুন কোচের অভিষেক ম্যাচ। রিয়ালের ডাগআউটে জাভি আলোনসোর অভিষেক হলেও কাঙ্ক্ষিত জয় দিয়ে শুরু হয়নি তার।
বিপরীতে, ইন্টার মিলানকে সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নেওয়া সিমোনে ইনজাগির আল-হিলালের কোচ হিসেবে যাত্রা শুরু হলো এক চমৎকার পারফরম্যান্স দিয়ে।

এদিকে রিয়ালের নতুন দুই মুখ, ট্রেন্ট আলেক্সাজান্ডার-আরনল্ড ও ডিন হুইসেন এদিন মাঠে নামলেও ছিলেন নিষ্প্রভ। লস ব্লাঙ্কোসদের মূল তারকা কিলিয়ান এমবাপ্পেও ছিলেন মাঠের বাইরে।

ম্যাচের শুরু থেকেই রিয়াল রক্ষণে চাপ তৈরি করে আল-হিলাল।
দ্বিতীয় মিনিটেই গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল তারা, তবে কোর্তোয়ার দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পায় ইউরোপিয়ান জায়ান্টরা। এরপরও একাধিক আক্রমণে রিয়াল রক্ষণের চূড়ান্ত পরীক্ষা নেয় সৌদি ক্লাবটি, একবার বল জালেও পাঠিয়েছিল; যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

উল্টো ৩৩তম মিনিটে স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু সেই আনন্দ বেশি সময় টেকেনি।
৩৭ মিনিটে ডি-বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায় আল-হিলাল। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান রুবেন নেভেস।

দ্বিতীয়ার্ধে রেয়াল আরও গোছানো খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। শুরুতেই আর্দা গুলের শট পোস্টে লেগে ফিরে আসে। পরে গার্সিয়ার হেড গোললাইন থেকে ঠেকিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা গোলরক্ষক ইয়াসিন বোনো।

৮৭তম মিনিটে লস ব্লাঙ্কোসরা পায় স্বপ্নের সুযোগ। ফ্রান গার্সিয়ার ওপর ফাউল দেখে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক নিতে এগিয়ে আসেন ফেদেরিকো ভালভের্দে। তার শট ঠেকিয়ে আল হিলালের ১ পয়েন্ট নিশ্চিত করে ম্যাচের নায়ক হয়ে যান বোনো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ