1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

প্রথমবার বিগ ব্যাশে খেলবেন বাবর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫৪ Time View

টি-টোয়েন্টির স্ট্রাইকরেট নিয়ে বেশ কথা শুনতে হয় বাবর আজমকে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে বলে দেন সংক্ষিপ্ত সংস্করণ তার না খেলাই ভালো। তবে এমন সমালোচনার মাঝেও পাকিস্তানি ব্যাটারের চাহিদা কমেনি। চাহিদা না থাকলে বিগ ব্যাশে জায়গা পেতেন না তিনি।

আজ বাবরকে দলে নিয়েছে সিডনি সিক্সার্স। ড্রাফটের আগে প্রতিটি দল একজন করে ক্রিকেটারকে প্রি-ড্রাফট সাইনিং করাতে পারে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ককে দলে নিয়েছে সিডনি সিক্সার্স।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার সুযোগ পেলেন বাবর।
১৫তম আসরে দলে সতীর্থ হিসেবে পাবেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভেন স্মিথকে। এর আগে বাবর নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল বাদে খেলেছেন বিপিএল, সিপিএল, লঙ্কান প্রিমিয়ার লিগসহ ভাইটালিটি ব্লাস্টেও। বিগ ব্যাশের ড্রাফট হবে আগামী ১৯ জুন।

বিগ ব্যাশে প্রথমবার সুযোগ পেয়ে রোমাঞ্চিত বাবর।
৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লিগের সফল ও সম্মানিত দলের হয়ে খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য রোমাঞ্চের। দলের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছি। সঙ্গে দর্শকদের সঙ্গে সম্পর্কটা শক্তিশালী করতে, অভিজ্ঞতা শেয়ার করতে এবং বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে মুহূর্ত উপভোগ করতেও মুখিয়ে আছি।’

টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৪৪৮ ম্যাচ খেলেছেন বাবর। এর মধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১২৮টি।
সর্বশেষ পিএসএলে তার দল শেষ থেকে দুইয়ে শেষ করলেও পেশোয়ার জালমির শীর্ষ স্কোরার ছিলেন তিনি। ১০ ম্যাচে ১২৮.৫৭ স্ট্রাইকরেটে ২৮৮ রান করেছেন পাকিস্তানের ব্যাটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ