1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ‘চিন্তা করাও বোকামি’: শান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৭১ Time View

লর্ডসের ঐতিহাসিক মঞ্চে যখন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) জমজমাট ফাইনাল, তখন প্রশ্ন উঠছে—এই আসরে বাংলাদেশ কবে খেলবে এমন ফাইনাল? টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য স্বপ্নের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন বাস্তবতাকে। তার মতে, এ মুহূর্তে ফাইনাল নিয়ে চিন্তা করাটা হবে ‘বোকামি’।

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেক বড় স্বপ্ন। এই মুহূর্তে সেটা দেখা বোকামি হবে।
ছোট ছোট ভাবে যদি আমরা এগুতে পারি তাহলে খুব ভালো।’

গত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০২৩-২৫) সাত নম্বরে থেকে শেষ করে বাংলাদেশ, যেখানে ১২ ম্যাচে ৪ জয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে ছিল টাইগাররা। এই চার জয়ের মধ্যে তিনটিই এসেছে আবার বিদেশের মাটিতে। এর আগের চক্রে জয় ছিল মাত্র একটি।
এ থেকেই শান্ত খুঁজে পাচ্ছেন উন্নতির ইঙ্গিত।

শান্ত সেই উন্নতির ধারাবাহিকতাই বজায় রাখতে চান আপাতত, ‘আপনি যদি দেখেন গত চক্রের আগের চক্রে আমরা কেবল এক ম্যাচ জিতেছিলাম। গত চক্রে আমরা চারটা ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে।
লক্ষ্য থাকবে কীভাবে এই চক্রে আরো ২-৩টা বেশি ম্যাচ জিততে পারি। এভাবে ছোট ছোট চিন্তা করে এগুলে একটা সময় গিয়ে হয়ত বাংলাদেশও ফাইনাল খেলবে। কিন্তু এখন আমাদের লক্ষ্য গত বছরের থেকে কীভাবে ভালো ফল করতে পারি।’

আগামী ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট দিয়ে নতুন চক্র শুরু করবে বাংলাদেশ। এ চক্রেও ১২টি ম্যাচ খেলবে টাইগাররা।
এর মধ্যে রয়েছে ২০২৬ সালে ঘরের মাঠে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে টেস্ট, দক্ষিণ আফ্রিকা সফরে দুটি, ২০২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি ও এরপর অস্ট্রেলিয়া সফরে আরো দুটি টেস্ট। তবে ২০২৫ সালে মাত্র দুটি টেস্ট রয়েছে বাংলাদেশের, শ্রীলঙ্কার বিপক্ষে এবারের সিরিজই মূল আকর্ষণ।

শান্ত জানালেন, ‘আমাদের লক্ষ্য এবার পয়েন্ট তালিকায় চার কিংবা পাঁচ নম্বরে থাকা। সেটাই হবে বাস্তবিক উন্নতির প্রমাণ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ