1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

দুবাইতে মেয়ের ফ্ল্যাট নিয়ে জয়ের অভিযোগের জবাবে যা বললেন গভর্নর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪৬ Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সারা মনসুরকে দুবাইতে ৪৫ কোটি টাকার সম্পত্তি কিনে দেননি বলে জানিয়েছেন।

ফেসবুকে এক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ জুন) এক সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সঙ্গে থাকে।
তার প্রায় ৪০ বছর বয়সে সে নিজেই একটি বাড়ি কিনতে পারে। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের একটি পোস্ট গত সোমবার শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়।

ওই পোস্টে বলা হয়, ‘জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন!’

‘তথ্যমতে, দুবাইতে বাংলাদেশ ব‍্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ের নামে ১৩.৫ মিলিয়ন দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি) খোঁজ পাওয়া গিয়েছে’, বলা হয় পোস্টে।

পোস্টটিতে আহসান এইচ মনসুর অর্থ পাচারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করা হয়। যদিও এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ কিছুই উল্লেখ করা হয়নি।

গভর্নর জানান, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টের সঙ্গে সংযুক্ত সম্পত্তির দলিলে তার নাম সারা মনসুরের বাবা হিসেবে দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘আমার নাম সম্পত্তির দলিলপত্রে তার (সারা মনসুর) বাবা হিসেবে দেখানো হয়েছে।
এটা খুবই দুঃখজনক যে সজীব ওয়াজেদ জয় এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন।’ সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ