1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

১৭ বছরের অপেক্ষার অবসান, অবশেষে স্বপ্নপূরণ কোহলির

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৭ Time View

বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশেষে ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালে আইপিএল ট্রফি হাতে তুলেছে। আর সেই মাহেন্দ্রক্ষণে আবেগের বাঁধ ভেঙে পড়ে দলের প্রাণভোমরা বিরাট কোহলির। শিরোপা জয়ের পর আবেগে আপ্লুত বিরাট কোহলি তার অনুভূতি প্রকাশ করেন সম্প্রচারমাধ্যমের সামনে। জের দীর্ঘ ক্রিকেট-জীবনের অন্যতম পরিপূর্ণ মুহূর্ত হিসেবে তিনি বর্ণনা করেছেন এই শিরোপাজয়কে।

‘এই জয় শুধু ট্রফি নয়, ১৮ বছরের আত্মনিবেদনের প্রতিদান,’— বলেন কোহলি। বেঙ্গালুরুর প্রতি নিজের ভালোবাসা আর দায়বদ্ধতার কথা জানাতে গিয়ে বলেন, ‘এই জয় শুধু আমাদের দলের জন্য নয়, সমানভাবে আমাদের সমর্থকদের জন্যও। ১৮টা বছর কেটে গেছে। আমি আমার তারুণ্য, গর্ব, অভিজ্ঞতা—সবকিছু এই দলের জন্য উৎসর্গ করেছি।
প্রতি মৌসুমে চেষ্টা করেছি ট্রফি জেতার, নিজের সর্বোচ্চটা দিয়েছি। আর আজ যখন সেটা সত্যি হলো, অনুভূতিটা অবিশ্বাস্য।’

শিরোপা জয়ের মুহূর্ত নিয়ে স্মৃতিকাতর কোহলি বলেন, ‘আমি কখনো ভাবিনি এই দিনটা আসবে। শেষ বলটা করতেই আবেগে ভেসে গিয়েছিলাম।
এটা আমার কাছে বিশাল এক মুহূর্ত। সবটুকু পরিশ্রম, চেষ্টা—সব যেন আজ পূর্ণতা পেল। আইপিএল ট্রফি জয় সত্যিই অসাধারণ এক অনুভূতি।’

এই ঐতিহাসিক জয়ের দিনে মাঠে উপস্থিত ছিলেন কোহলির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। ট্রফি হাতে নিয়েও কোহলি স্মরণ করেন ডি ভিলিয়ার্সের অবদান, ‘এই ফ্র্যাঞ্চাইজির জন্য ও যা করেছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
আমি ম্যাচের আগেই ওকে বলেছিলাম—এই ট্রফি তোমারও ঠিক ততটা, যতটা আমাদের। রাতে যখন ট্রফি তুলবো, তখন তুমি আমাদের সঙ্গে উদযাপন করবে, কারণ তোমার অবদান অনন্য ‘

‘ও এখনও আইপিএলে সর্বাধিক ‘ম্যান অফ দ্য ম্যাচ’ জয়ী। অথচ চার বছর হলো ও অবসরে গেছে। এটাই বলে দেয় ওর প্রভাব—এই লিগে, এই দলে, আমার জীবনে। আমাদের বন্ধুত্ব, ওর উপস্থিতি—সবকিছু বেঙ্গালুরুর মানুষদের কাছে, এই ফ্র্যাঞ্চাইজির কাছে অনেক বড় বিষয়। তাই ওর ট্রফি উঁচিয়ে ধরাটা ছিল একদম প্রাপ্য,’—যোগ করেন কোহলি।

বেঙ্গালুরুর জার্সিতে বহু প্রতীক্ষিত শিরোপা জিতে আবেগে ভাসলেন কোহলি। ১৮ বছরের একনিষ্ঠ পথচলার পর অবশেষে স্বপ্ন পূরণ—ট্রফিটিকে নিজের ক্যারিয়ারের শীর্ষ অর্জন বলেই মানছেন তিনি। বললেন, ‘সবসময় স্বপ্ন দেখতাম বেঙ্গালুরুর জার্সিতেই ট্রফি জয়ের। আর সেটা আজ বাস্তব হলো। এই ট্রফির চেয়ে স্পেশাল কিছু নেই। আমার হৃদয়, আমার আত্মা—সবকিছু বেঙ্গালুরুর সঙ্গে জড়িত। আমি আইপিএলে যতদিন খেলবো, এই দলের হয়েই খেলবো। তাই এই জয়, আমার কাছে অসামান্য ‘

তিনি আরো বলেন, ‘এই টুর্নামেন্ট উচ্চ মানের, বিশ্ব ক্রিকেটে এর গুরুত্ব অনেক। আমি সবসময় বড় মুহূর্তে জিততে চাই, আর এটা সবসময়ই আমার ক্যারিয়ারে ঘাটতি হিসেবে ছিল। আজ সেটা পূরণ হয়েছে। আজ রাতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ