1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

ভারতের ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়তে পারেন শামি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৪ Time View

জাসপ্রিত বুমরাহর পর বিগত কয়েক বছর ধরে ভারতের সেরা পেসার মোহাম্মদ শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। তার মতো একজন পেসারের অভাব সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভালোভাবেই টের পেয়েছে টিম ইন্ডিয়া, যে সিরিজে অজিদের কাছে তারা ৩-১ ব্যবধানে হেরেছিলো।

ভারতের সামনে আরেকটা টেস্ট সিরিজ। জুনে ৫ ম্যাচের দীর্ঘ সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবে ম্যান ইন ব্লুরা। লিডসে ২০ জুন প্রথম টেস্ট দিয়ে শুরু হওয়া সফর শেষ হবে আগস্টের প্রথম সপ্তাহে। এই সফরের জন্য শনিবারই (২৪ মে) দল ঘোষণা করার কথা ভারতের।

ইংল্যান্ড সফরের জন্য শামিকে বিবেচনা করছে না টিম ইন্ডিয়া। বোর্ড মনে করছে টেস্টের জন্য শামি পুরোপুরি ফিট নন। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর তার গোঁড়ালিতে অস্ত্রোপচার হয়েছিলো। দীর্ঘ দিন পর তিনি মাঠে ফিরলেও এখনও পুরো ফিটনেস ফিরে পাননি। ইনজুরি থেকে ফিরে এ বছর জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন তিনি।

শামি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন। যদিও ২ মের পর আর কোনো ম্যাচ খেলেননি তিনি, যে ৯টি ম্যাচ খেলেছেন, সেখানে পারফরম্যান্সও ভালো নয়। ৫৬.১৭ গড়ে নিয়েছেন মাত্র ৬ উইকেট। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বোর্ডকে জানিয়েছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে শামি ফিরলেও এই মূহূর্তে তার লাল বলের ক্রিকেট খেলার মতো আত্মবিশ্বাস হয়নি। কারণ টেস্টে স্রেফ চার ওভার নয়, করতে হবে দিনভর বোলিং।

শামির এমন অবস্থায় বিসিসিআইয়ের বিবেচনায় আছেন প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার, যশ দায়াল, অনশুল কম্বোজ, খলিল আহমেদ, আকাশ দীপ ও হার্শিত রানারা। এদের মধ্যে শেষের দুজন সবশেষ বোর্ডার গাভাস্কার ট্রফিতে খেলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ