1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

দ্রুততম ওয়ানডে ফিফটির বিশ্ব রেকর্ডে নাম তুললেন ফোর্ডে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৭ Time View

এবি ডি ভিলিয়ার্স দুনিয়ার সেরা মারকুটে ব্যাটারদের একজন- ব্যাপারটা কে না জানে! এক দশক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওয়ানডেতে তাণ্ডব চালিয়েছিলেন। জোহানেসবার্গে সেদিন মাত্র ৪৪ বলে ১৪৯ রানের ধ্বংসলীলার ইনিংস খেলার পথে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

১৯ বছর আগের সনাৎ জয়াসুরিয়ার করা ১৭ বলের রেকর্ড ভেঙে ২০১৫ সালে ডি ভিলিয়ার্সেরটিই হয়ে যায় ওয়ানডের দ্রততম ফিফটি। আজ সেই রেকর্ডে নাম তুললেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডে, যিনি কি না মূলত একজন বোলার। বোলার হওয়ায় বেড়ে যাচ্ছে ফোর্ডের রেকর্ডের গুরুত্ব।

ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজ আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই ১৬ বলে ফিফটি করেছেন ফোর্ডে। ১৯ বলে ২ চার ও ৮ ছয়ে ৫৮ রান করে থামেন তিনি, স্ট্রাইকরেট ৩০৫.২৬। এবি ডি ভিলিয়ার্সও সেদিন তিনশর বেশি স্ট্রাইকে ১৪৯ রান করেছিলেন।

ফোর্ডের বিশ্ব রেকর্ড করার দিন সেঞ্চুরি পেয়েছেন তার সতীর্থ ক্যাসি কার্টি। ১০৯ বলে ১০২ রান করেন তিনি। তাতে আয়ারল্যান্ডের সামনেও পড়েছে বিশাল টার্গেট। ৮ উইকেটে ৩৫২ রান করেছে ক্যারিবীয়রা।

ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে।

ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে জিতলে তিন ম্যাচের সিরিজে সমতা আসবে। প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড ১২৪ রানে জিতেছিলো। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ