1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

শক্তি ও শান্তি ছাড়া ভারতের কাছ থেকে দাবি আদায় সম্ভব নয় : দুদু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৬৩ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতের কাছ থেকে তিস্তাসহ সব নদীর ন্যায্য হিস্যা আদায়, শুধু মিছিল-মিটিং করে আনতে পারব, এমন না। কূটনৈতিক বিজয় দিয়ে পারব, তাও না। শক্তি ও শান্তি এই দুটোই আমাদের সামনে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। এটি মাথায় নিয়ে যদি আমার সামনে চলতে পারি, তাহলে ভারতের কাছ থেকে আমাদের প্রাপ্য সম্মান, অধিকার ও দাবি আদায় সম্ভব।

শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ৪৯তম ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে দুদু বলেন, সিন্ধু নদীর পানি ভারত পাকিস্তানের মধ্যে যখন ভাগাভাগির বিষয় আসে, তখন আরেকটি বিষয় আসে তারা দুটি দেশই পারমাণবিক শক্তিধর। আমরা ১৯৭১ সালে লাখ-লাখ মানুষ জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু পারমাণবিক শক্তিধর হইনি।
মাওলানা ভাসানী একটা কথা বলেছিলেন এই পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। দূরদর্শী নেতা ছিলেন তিনি। বাংলাদেশের ভালোর জন্য এমন কোনো আন্দোলন নাই যে তিনি শরিক হতেন না। এই বাংলাদেশে তিনি ভালোকে ভালো বলতেন, খারাপকে খারাপ বলতেন।
তিনি রাজনীতিবিদদের শুধু গুরু ছিলেন না, কারিগর ছিলেন। মাওলানা ভাসানী রাজনীতিকে যারা ধারণ করতে পারেনি, আমার মনে হয় তারা দৈন্যতার মধ্যে আছে। তিনি ফারাক্কা লং মার্চের ঢাক দিয়েছিলেন। ফারাক্কা লং মার্চে সমগ্র বাংলাদেশের মানুষ নেমে পড়েছিলেন।

সভায় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ