1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৪ Time View

টানা তৃতীয় বছরের মতো ফোর্বস ম্যাগাজিনের ‘বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের’ তালিকার শীর্ষস্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই মৌসুমে তার মোট আয় দাঁড়িয়েছে ২৭৫ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ১৫ মিলিয়ন ডলার বেশি।

এই আয়ের পরিমাণ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। শুধু সাবেক বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদারই ২০১৫ সালে ৩০০ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালে ২৭৫ মিলিয়ন ডলার আয় করে রোনালদোর ওপরে রয়েছেন।

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের আল নাসরে যোগ দেন। সেখানে বেতন ছাড়াও মাঠের বাইরের বিজ্ঞাপন ও ব্র্যান্ড চুক্তির মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ আয় করতে থাকেন। বর্তমানে তার সোশ্যাল মিডিয়া অনুসারীর সংখ্যা ৯৩৯ মিলিয়নেরও বেশি।

এদিকে এনবিএ তারকা স্টিফেন কারি ১৫৬ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

ব্রিটিশ মুষ্টিযোদ্ধা টাইসন ফিউরি তিনি ১৪৬ মিলিয়ন ডলার আয় করে তালিকার তৃতীয় স্থানে আছেন। তার আয়ের বড় অংশ এসেছে নেটফ্লিক্সের রিয়েলিটি শো ও মাল্টার পর্যটন বোর্ডের সঙ্গে চুক্তি থেকে।

রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তালিকায় আছেন পঞ্চম স্থানে। তার বাৎসরিক আয় ১৩৫ মিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ