1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

মিডিয়ার বেশির ভাগ মানুষ শামীমকে অসুস্থ বলে : অহনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৭ Time View

শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে কিছুদিন আগে কথা হয়েছিল। একে অপরকে দোষারোপ করেছেন। গত মঙ্গলবার এই সম্পর্ক নিয়ে শামীম হাসান সরকার কথা বলেছেন।

শামীম জানান, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল।
কিন্তু সে সময় অহনা তাঁর সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখায় সরে আসেন শামীম। অভিনেতার এমন মন্তব্যের জবাব দিয়েছেন অহনা। তিনি বলেন, নিজের দোষ ঢাকতেই এমন কথা বলছেন শামীম।

এদিকে প্রিয়াঙ্কা প্রিয়া নামের একজন অভিনেত্রী শামীমের বিরুদ্ধে অকথ্য গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

তবে সংবাদ সম্মেলনে শামীম ধর্ষণের হুমকির কথা অস্বীকার করলেও বাজে ব্যবহারের কথা স্বীকার করেন। এদিন অভিনেতা তাঁর ও অহনার সম্পর্ক নিয়েও কথা বলেন।

শামীম জানান, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অহনার সাত বছরের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে অহনার সঙ্গে সম্পর্কে জড়ান শামীম।
কিন্তু তখনো মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্ক রেখেছেন অহনা। সম্পর্ক নিয়ে অভিনেত্রীর ‘ডাবল টাইমিং’য়ের কথা জানতে পেরে নাকি সরে আসেন শামীম। সংবাদ সম্মেলনে অহনার ডাবল টাইমিং নিয়ে কথা বলে আলোচনার জন্ম দেন শামীম।

এবার এটা নিয়ে অহনা মুখ খুলেছেন। ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই অহনার প্রসঙ্গ টেনেছেন শামীম হাসান সরকার।
এই অভিনেত্রী বলেন, ‘আমি কোনো দিন কোথাও কী কারো নাম বলেছি? তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কী? তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে, সেটা ঢাকার জন্য? ও হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়। ধর্ষণ মুখেও করা যায়। সে (শামীম) মেয়েটিকে সবার সামনে গালি দিয়েছে। সে এগুলো করে। এ কারণেই আমি ওর সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি।’

ডাবল টাইমিং প্রসঙ্গে অহনা বলেন, ‘কিসের ডাবল টাইমিং? আমি একজন নারী। প্রকাশ্যে আমাকে নিয়ে এসব কথা কিভাবে বলে! আমি কি কখনো বলেছি শামীমকে ভালোবাসি? বলিনি। শামীমের সঙ্গে কাজ করতে করতে অন্যদিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কটা। আমি এগোতে দিইনি। কারণ, আমি তখনো আগের মানুষটা থেকে বের হতে পারিনি। আর শামীম কী করল! সবার সামনে আমাকে অপমান করল! মিডিয়ার আশি ভাগ মানুষ ওকে অসুস্থ বলে। ওর সামনে হয়তো বলে না। কিন্তু পেছনে বলে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ