1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৫ Time View

ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনা কিভাবে এগোবে তা নিয়ে তেহরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধের কারণে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের এরই মধ্যে তিন দফায় আলোচনা হয়েছে। আজ শনিবার ইতালির রোমে চতুর্থ দফায় আলোচনার হওয়ার কথা ছিল।
খবর রয়টার্সের।

ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা বলেছেন, ‘ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করে আলোচনার নতুন তারিখ ঠিক করা হবে।’

কারণ হিসেবে ওই কর্মকর্তা আলোচনার মধ্যে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, ‘পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করে, আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে।

ইরান জানায়, ‘যৌক্তিক ও কৌশলগত কারণে’ মধ্যস্থতাকারী ওমানের সঙ্গে উভয় পক্ষ যৌথভাবে রোমে শনিবারের বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওমান জানিয়েছে, পরমাণু নিয়ে দুই পক্ষের পরবর্তী আলোচনা প্রাথমিকভাবে ৩ মে করার পরিকল্পনা ছিল। কিন্তু ‘যৌক্তিক কারণে’ তারিখ নতুন করে নির্ধারণ করতে হবে।

আলোচনাসংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র চতুর্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতই করেনি।

কবে, কখন ও কোথায় পরবর্তী দফার আলোচনা হবে তা এখন পর্যন্ত ঠিক হয়নি। তবে শিগগিরই হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।

পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই গত বুধবার ইরানের একাধিক জ্বালানি কম্পানিকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রন্ত্রী মার্কো রুবিওর কাছ থেকে এই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এখানেই শেষ নয়, পরদিন গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান থেকে যারা জ্বালানি কিনবে তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এর পরই চলমান আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নেয় ইরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ